নিজস্ব প্রতিবেদন: খেলার মাঠে, খেলতে খেলতেই  মৃত্যু! এবার খেলতে গিয়ে প্রাণ হারালেন ২২ বছরের এক ফুটবলার। নাইজেরিয়ার নাসারাওয়া ইউনাইটেডের ডিফেন্ডার চিনেমে মার্টিন্সের মৃত্যু হয়েছে।    


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নাইজেরিয়া প্রিমিয়ার লিগে এমন ঘটনা ঘটেছে। নাসারাওয়া ইউনাইটেড ক্লাবের চেয়ারম্যান আইসাক দানলাদি জানিয়েছেন, খেলা চলাকালীন মাঠেই সে (চিনেমে মার্টিন্স) মাঠেই লুটিয়ে পড়ে। তখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মারা যায়।



খেলতে খেলতে মৃত্যুর এমন ঘটনা এই প্রথমবার নয়। কয়েক মাস আগেই কেরলের ফুটবলার ধনরাজনেরও খেলতে খেলতে মাঠেই মৃত্যু হয়। চিমেনের ক্লাবের চেয়ারম্যান ঘটনায় দুঃখপ্রকাশ করে আরও জানান, "নাইজেরিয়ান ফুটবলে একটা দুঃখের দিন, আমরা শোকাহত!"


আরও পড়ুন - করোনা আতঙ্কের জেরে বাতিল হতে পারে মুজিব শতবর্ষে এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশ ম্যাচ