নিজস্ব প্রতিনিধি : মহেন্দ্র সিং ধোনি দলের বাইরে। ঋদ্ধিমান সাহা চোটে আক্রান্ত হয়ে বিশ্রামে। ভারতীয় দলের কিপার হিসাবে তাই এখন তিনিই প্রথম পছন্দ। ভারতীয় ক্রিকেট সার্কিটে অনেকে তাঁকেই এমএস ধোনির উত্তরসূরি বলছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে পন্থ ১১টি ক্যাচ ধরে বিশ্বরেকর্ড গড়েছেন। তবে তাঁর কিপিং স্কিল নিয়ে এখনও কথা হচ্ছে চারপাশে। অনেকেই বলছেন, কিপিংয়ে এখনও পরিণত হয়ে উঠতে পারেননি তিনি। এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে পন্থের কিপিং নিয়ে প্রচুর কথা হয়েছে। ২১ বছরের ঋষভ সেই সিরিজে প্রচুর অতিরিক্তি রান দিয়েছিলেন। যার মধ্যে বেশিরভাগ ছিল বাই রান। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  অ্যাডিলেডে জিতে নিজেকে 'ক্যাপ্টেন কুল' বলছেন না কোহলি!


এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে একটা ক্যাচ গলানোর পর তাঁকে নিয়ে সমালোচনা চলছে। ৬৭তম ওভারে টিম পাইনের একটি শটে ক্যাচ ওঠে। কিন্তু ঋষভ ক্যাচ ধরা তো দূর, চেষ্টা পর্যন্ত করেননি। বল ছিল ঋষভের বাঁ-দিকে। ফলে তাঁর বাঁ-হাত দিয়েই ক্যাচ ধরার চেষ্টা করার উচিত ছিল। কিন্তু তিনি ডান হাতে বলের কাছে পৌঁছনোর চেষ্টা করলেন। বলাবাহুল্য, শেষমেশ বলের নাগাড় পাননি। পন্থের এমন কাণ্ডে অবাক প্রাক্তনদের অনেকে। কারণ, বেশিরভাগ ক্ষেত্রেই একজন কিপার তখনই বিপরীত হাতে বল চেজ করেন যখন সেটি তাঁর আয়ত্তের বাইরে চলে যায়। কিন্তু এক্ষেত্রে পন্থ চাইলেই বলের নাগাল পেতে পারতেন।