নিজস্ব প্রতিবেদন: মেলবোর্নে বক্সিং ডে টেস্টে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) কথা মনে করালেন টিম ইন্ডিয়ার উইকেটকিপার ঋষভ পন্থ (Rishabh Pant)। একেবারে ধোনি সুলভ ভঙ্গিতেই বোলারকে বোলিং করার নির্দেশ দিলেন তিনি। আর সেই পথে হেঁটেই সাফল্য পেলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। পন্থের টোটকা মেনে বোলিং করেই ম্যাথু ওয়েডকে (Matthew Wade) আউট করলেন অশ্বিন।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মেলবোর্নে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক টিম পেইন (Tim Paine)। ভারতীয় দলে ঋদ্ধিমান সাহার পরিবর্তে এই টেস্টে উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে খেলছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। অস্ট্রেলিয়ার ইনিংসের ১৩ তম ওভার চলছে। বোলিং করছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ৩০ রানে ব্যাটিং করছিলেন ম্যাথু ওয়েড (Matthew Wade)।  ঠিক তখনই স্টাম্প মাইক্রোফোনে ঋষভ পন্থকে (Rishabh Pant) বলতে শোনা যায় -- ওয়েডকে ভিতরের দিকে বল করতে! তাহলে মারতে গেলেই আউট হবে।


আরও পড়ুন- Boxing Day Test: বুমরাহ-অশ্বিনদের দাপুটে বোলিং, ১৯৫ রানে শেষ অজিদের প্রথম ইনিংস, দিনের শেষে ভারত ৩৬/১


পরের বলেই পন্থের টোটকা কাজে লাগিয়ে ম্যাথু ওয়েডকে (Matthew Wade) তুলে নিলেন রবিচন্দ্রন অশ্বিন  (Ravichandran Ashwin)। দুরন্ত ক্যাচ ধরেন রবীন্দ্র জাদেজা। ঠিক এমনটাই করতেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। স্টাম্প মাইক্রোফেনে ধরা ঋষভ পন্থের (Rishabh Pant) কথা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।   



আরও পড়ুন - Boxing Day Test: Tim Paine কি রান আউট ছিলেন? থার্ড আম্পারের সিদ্ধান্তে বিতর্ক, উত্তাল সোশ্যাল মিডিয়া