Rishabh Pant Health Update: দিল্লি নয় এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বই আসতে পারেন পন্থ! অস্ত্রোপচারের জন্য যেতে পারেন বিদেশে
৩০ ডিসেম্বর ভোরে গাড়ি দুর্ঘটনায় আহত হন পন্থ। নিজেই গাড়ি চালিয়ে দিল্লি থেকে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় রুরকির হমদপুর ঝলের কাছে গাড়ি দুর্ঘটনা ঘটে। চিকিৎসকরা জানিয়েছিলেন যে, মাথায়, পিঠে এবং পায়ে চোট লেগেছে পন্থের। কাছেই একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিল্লি নয়। বরং গাড়ি দুর্ঘটনায় (Rishabh Pant Car Accident) আহত ঋষভ পন্থের (Rishabh Pant) চিকিৎসার জন্য মুম্বইকে বেছে নিল বিসিসিআই (BCCI)। এমনকি শোনা যাচ্ছে দরকার হলে টিম ইন্ডিয়ার (Team India) তারকা উইকেটকিপারের অস্ত্রোপচারের জন্য তাঁকে বিদেশেও নিয়ে যাওয়া হতে পারে। বুধবার দিল্লি ক্রিকেট সংস্থার (Delhi District and Cricket Association) তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। এই খবর সংবাদমাধ্যমকে জানিয়েছেন ডিডিসিএ-এর (DDCA) সভাপতি শ্যাম শর্মা। পন্থকে দেহরাদূন থেকে মুম্বইয়ে এয়ার অ্যাম্বুল্যান্সে করে মুম্বই নিয়ে যাওয়া হতে পারে।
সোমবার পন্থকে আইসিইউ থেকে আলাদা কেবিনে স্থানান্তরিত করা হয়েছিল। চিকিৎসায় সাড়াও দিচ্ছেন তিনি। তবে শরীরের বিভিন্ন অংশে অসহ্য যন্ত্রণা তাঁর। বেড রেস্টেই থাকতে হচ্ছে তাঁকে। হাঁটার মতো পরিস্থিতি নেই। এমন অবস্থায় তাঁর গোড়ালি ও হাঁটুর এমআরআই করাও সম্ভব হয়নি। তাই এই দুই স্থানের অস্ত্রোপচার নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্তও নিতে পারছিলেন না চিকিৎসকরা। হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে এই বিষয় নিয়ে লাগাতার আলোচনা চলে বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের। দিল্লি ক্রিকেট সংস্থার তরফে খবর, পন্থের সমস্ত রিপোর্ট খতিয়ে দেখেছে ভারতীয় বোর্ডের মেডিক্যাল টিম। আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাঁকে মুম্বই উড়িয়ে আনা হবে। কিন্তু লিগামেন্টের চিকিৎসার জন্য যদি প্রয়োজন হয়, তাহলে তাঁকে আমেরিকা কিংবা ইংল্যান্ডে উড়িয়ে নিয়ে যাওয়া হতে পারে।
আরও পড়ুন: Rishabh Pant Health Update: 'ফাইটার' পন্থের আরোগ্য কামনায় টিম ইন্ডিয়া, ভিডিয়ো ভাইরাল
৩০ ডিসেম্বর ভোরে গাড়ি দুর্ঘটনায় আহত হন পন্থ। নিজেই গাড়ি চালিয়ে দিল্লি থেকে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় রুরকির হমদপুর ঝলের কাছে গাড়ি দুর্ঘটনা ঘটে। চিকিৎসকরা জানিয়েছিলেন যে, মাথায়, পিঠে এবং পায়ে চোট লেগেছে পন্থের। কাছেই একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। সেখানকার চিকিৎসক সুশীল নগর জানিয়েছিলেন যে, পন্থের অবস্থা স্থিতিশীল। পরে তাঁকে দেহরাদূনের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসা চলছিল তাঁর। শ্যাম শর্মা বলেন, 'ঋষভ পন্থকে বুধবারই মুম্বই নিয়ে যাওয়া হবে। বাকি চিকিৎসা হবে ওখানেই।'
এদিকে পন্থের পথ দুর্ঘটনা নিয়ে রোজ নানান ধরনের খবর সামনে আসছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীকে হাসপাতালে ভর্তি থাকা পন্থ জানিয়েছিলেন যে, রাস্তায় গর্ত, খানা-খন্দ থাকার জন্যই তাঁর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়েছিল। গত রবিবার এমনটাই দাবি করেছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। কিন্তু এবার সে অভিযোগ নস্যাৎ করে দিল জাতীয় সড়ক অথরিটি।
বছরের প্রথম দিন, অর্থাৎ গত রবিবার পন্থকে দেখতে দেরাদুনের হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন পুষ্কর সিং ধামী। কথা বলেন তাঁর মায়ের সঙ্গেও। এরপর বেরিয়ে এসে জানান, ঠিক কী কারণে গত ৩০ ডিসেম্বর দিল্লি থেকে উত্তরাখণ্ড যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন পন্থ। ধামী বলেন, যে রাস্তা দিয়ে পন্থ যাচ্ছিলেন, তাতে খানা-খন্দ, গর্ত ছিল। সেখান থেকে গাড়িটিকে বাঁচাতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারেন পন্থ। আর তারপরই দাউদাউ করে জ্বলতে শুরু করে গাড়িটি। কোনওক্রমে গাড়ির উইন্ডশিল্ড ভেঙে বেরিয়ে এসে প্রাণে বাঁচেন তিনি। এমনকী দিল্লি ও জেলা ক্রিকেট সংস্থার ডিরেক্টর শ্যাম শর্মার গলাতেও শোনা গিয়েছিল ধামীর সুর। কিন্তু সোমবার হাইওয়ে অথরিটি দাবি করে, দুর্ঘটনাস্থলে কোনও গর্ত ছিল না।
জাতীয় হাইওয়ে অথরিটির রুরকি ডিভিশন প্রজেক্টের ডিরেক্টর প্রদীপ সিং গুসেইন জানান, 'যেখানে দুর্ঘটনা ঘটে, সেখানে কোনও গর্ত ছিল না। যে রাস্তায় গাড়িটি দুমড়ে-মুছড়ে যায়, সেই জায়গাটা খানিকটা সংকীর্ণ। কারণ ওই রাস্তার কাছাকাছি জল নিকাশের জন্য একটি খাল রয়েছে।' শুধু তাই নয়, দুর্ঘটনার পর যে ওই রাস্তা সারাই করা হয়েছে, সে খবরও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। ফলে ঋষভের দুর্ঘটনার কারণ নিয়ে নতুন করে শুরু হয়েছিল তরজা।