জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আপাদমস্তক সাদা চাদরে ঢাকা। ঋষভ পন্থ (Rishabh Pant) স্ট্রেচারে শুয়ে রয়েছেন। তাঁকে ঘিরে রয়েছেন উদ্বিগ্ন মা ও বোন। কয়েক মুহূর্তের ছবি তোলার জন্য অগণিত ক্যামেরা ও চিত্র সাংবাদিকদের হুড়োহুড়ি পড়ে গিয়েছে। এমন জটিল পরিস্থিতির মধ্যে টিম ইন্ডিয়ার (Team India) আহত উইকেটকিপারকে গ্রিন করিডরে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতাল অ্যান্ড মেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউটে সন্ধের দিকে নিয়ে আসা হল। বিসিসিআই (BCCI) এবার থেকে পন্থের চিকিৎসার দেখভাল করেছে। তাঁর চিকিৎসার দায়িত্বে থাকবেন ডক্টর দানিশ পাড়িওয়ালা। তাঁকে এয়ার অ্যাম্বুলেন্স করে মুম্বই নিয়ে আনা হল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আসলে চিকিৎসায় সাড়াও দিলেও, শরীরের বিভিন্ন অংশে অসহ্য যন্ত্রণা তাঁর। বেড রেস্টেই থাকতে হচ্ছে তাঁকে। হাঁটার মতো পরিস্থিতি নেই। এমন অবস্থায় তাঁর গোড়ালি ও হাঁটুর এমআরআই করাও সম্ভব হয়নি। তাই এই দুই স্থানের অস্ত্রোপচার নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্তও নিতে পারছিলেন না চিকিৎসকরা। ফলে এবার পন্থের পুরো চিকিৎসার দায়িত্ব নেওয়া হল। সেখানেই তাঁর অস্ত্রোপচার করা হবে।  



শুক্রবার ভোরে গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছিলেন ঋষভ পন্থ। অবশেষে ৪ জানুয়ারি পন্থের ছবি প্রকাশ্যে এল। কিন্তু ছবিতে তাঁর মুখ দেখা যায়নি। সাদা চাদরে পন্থকে ঢেকে নিয়ে যাওয়া হয়েছিল মুম্বইয়ের হাসপাতালে। এই হাসপাতালেই পন্থের হাঁটুর অস্ত্রোপচার করা হবে। অস্ত্রোপচার ছাড়া হাঁটুর ছিঁড়ে যাওয়া লিগামেন্ট ঠিক করা সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাঁর চিকিৎসা কীভাবে হবে, সেসব কিছুই ঠিক করছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিক্যাল টিমের সদস্যরা। হাসপাতাল থেকে বার করে অ্যাম্বুল্যান্সে নিয়ে যাওয়ার সময় পন্থের ছবি বাইরে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, পন্থের সঙ্গে রয়েছেন তাঁর মা সরোজ পন্থ। তিনি অ্যাম্বুল্যান্সে পন্থের পাশে বসেছিলেন। সাদা চাদরে ঢাকা থাকায় পন্থের মুখ দেখা যায়নি। উদ্বিগ্ন মুখে বসে থাকতে দেখা যায় সরোজকে।




আরও পড়ুন: Rishabh Pant Health Update: এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বই আসছেন আহত ঋষভ পন্থ, জানিয়ে দিল বিসিসিআই


আরও পড়ুন: Rishabh Pant Health Update: 'ফাইটার' পন্থের আরোগ্য কামনায় টিম ইন্ডিয়া, ভিডিয়ো ভাইরাল


এর আগে বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, 'পন্থের আরও ভালো চিকিৎসার জন্য তাঁকে কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতাল অ্যান্ড মেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউটে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানে তাঁর চিকিৎসার দায়িত্বে থাকবেন ডক্টর দানিশ পাড়িওয়ালা। তাঁকে এয়ার অ্যাম্বুলেন্স করে মুম্বই নিয়ে হয়েছে। চিকিৎসায় সাড়াও দিলেও, শরীরের বিভিন্ন অংশে অসহ্য যন্ত্রণা তাঁর। বেড রেস্টেই থাকতে হচ্ছে তাঁকে। হাঁটার মতো পরিস্থিতি নেই। এমন অবস্থায় তাঁর গোড়ালি ও হাঁটুর এমআরআই করাও সম্ভব হয়নি। তাই এই দুই স্থানের অস্ত্রোপচার নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্তও নিতে পারছিলেন না চিকিৎসকরা। ফলে এবার পন্থের পুরো চিকিৎসার দায়িত্ব নেওয়া হল। সেখানেই তাঁর অস্ত্রোপচার করা হবে।'


গত ৩০ ডিসেম্বর দিল্লি থেকে রুরকির বাড়ি যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় আহত হন পন্থ। নিজেই গাড়ি চালাচ্ছিলেন তিনি। সেই সময় রুরকির হমদপুর ঝলের কাছে গাড়ি দুর্ঘটনা ঘটে। চিকিৎসকরা জানিয়েছিলেন মাথায়, পিঠে এবং পায়ে চোট লেগেছে পন্থের। প্রথমে কাছেই একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। সেখানকার চিকিৎসক সুশীল নগর জানিয়েছিলেন যে, পন্থের অবস্থা স্থিতিশীল। পরে তাঁকে দেহরাদূনের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। সেখানেই এত দিন চিকিৎসা চলছিল তাঁর। তবে এবার থেকে পন্থের ঠিকানা মুম্বইয়ের বেসরকারি হাসপাতাল। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)