IND vs AUS: ভারতীয় দলের সঙ্গে রাজকোটে যাওয়া হচ্ছে না ঋষভ পন্থের
মঙ্গলবার মুম্বইতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে মাথায় আঘাত পান ঋষভ পন্থ।
নিজস্ব প্রতিবেদন : কনকাশেনের জের। আপাতত ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে ঋষভ পন্থ। মুম্বই থেকে দলের সঙ্গে যেতে পারলেন না তিনি। পরে দলের সঙ্গে যোগ দেবেন পন্থ। মাথায় আঘাত পেয়ে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে রাজকোটে যাওয়া হচ্ছে না ঋষভ পন্থের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচ হবে রাজকোটে। কিন্তু কনকশানের জন্য সেই ম্যাচে খেলতে পারবেন না পন্থ এমনটাই মনে করা হচ্ছে।
মঙ্গলবার মুম্বইতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে মাথায় আঘাত পান ঋষভ পন্থ। ব্যাট করার সময় প্যাট কামিন্সের বল ব্যাটে লেগে পন্থের হেলমেটে গিয়ে লাগে। যা শেষপর্যন্ত ফিল্ডারের হাতে গিয়ে পৌঁছয়। কনকাশেনের জন্য অস্ট্রেলিয়ার ইনিংসের সময় আর মাঠে নামেননি তিনি। পন্থের জায়গায় উইকেটকিপিং করেন কেএল রাহুল। আপাতত সুস্থ থাকলেও বর্তমানে পর্যবেক্ষনে রয়েছেন পন্থ।
আরও পড়ুন - অস্ট্রেলিয়ায় দাবানলে ক্ষতিগ্রস্থদের সাহায্যে অলস্টার ম্যাচে খেলবেন সচিন-ধোনি!