নিজস্ব প্রতিবেদন: মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) কাছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) পাঁচ উইকেটে হারতেই চতুর্থ দল হিসাবে আইপিএল প্লে-অফে (IPL 2022 Playoff) চলে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore, RCB)। দিল্লির এবারের মতো আইপিএল অভিযান শেষ হয়ে গিয়েছে। দিল্লির অধিনায়ক ঋষভ পন্থকে (Rishabh Pant) নিয়েও উঠেছে প্রশ্ন। কিন্তু দলের কিংবদন্তি অজি কোচ রিকি পন্টিং (Ricky Ponting) জানিয়ে দিলেন যে, তাঁর পূর্ণ সমর্থন রয়েছে পন্থের ওপর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মুম্বই-দিল্লি ম্যাচের পর পন্টিং বলেন, "অধিনায়ক হিসাবে পন্থই সেরা পছন্দ। এই নিয়ে কোনও সন্দেহ নেই আমার। গত মরশুমে ও শ্রেয়সের থেকে দায়িত্ব নিয়ে দারুণ করেছিল। পন্থ এখনও তরুণ। ও অধিনায়কত্ব শিখছে। টি-২০ দলের অধিনায়ক হওয়া সহজ নয়, বিশেষত আইপিএলের। অন্যন্ত চাপ থাকে এই টুর্নামেন্টে। দুর্ভাগ্যবশত প্রতিটি বিষয় এখানে খুঁটিয়ে দেখা হয়। ওর ওপর আমার পূর্ণ সমর্থন রয়েছে। আমাদের এই মরশুমে কোভিড থেকে শুরু করে চোটের মতো বিষয়ে একাধিক বিঘ্ন ঘটেছে। এটা সেরকমই একটা মরশুম, যেখানে ওঠা পড়া ছিল। ধারাবাহিকতা ছিল না।"


মুম্বইকে হারাতে না পারায় দিল্লির ১৬ পয়েন্ট স্পর্শ করা হল না। বেঙ্গালুরুর ১৪ ম্য়াচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ পর্যায় শেষ করেছিল। পয়েন্টে এগিয়ে থাকার সুবাদে বেঙ্গালুরু আগামী ২৫ মে বুধবার কলকাতার ইডেন গার্ডেন্সে  এলিমিনেটর খেলবে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে।


আরও পড়ুন: RCB: প্লে-অফে ওঠায় আরসিবি ধন্যবাদ জানাচ্ছে তাদের প্রাক্তন এই ক্রিকেটারকে!


আরও পড়ুন: Piyali Basak At Mt Everest: অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয় করলেন চন্দননগরের পিয়ালি


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)