নিজস্ব প্রতিবেদন: মারণ ভারইরাসের কারণে এখনও দেশের বিভিন্ন জায়গায় চলছে লকডাউন। কোথাও কোথাও আবার নিয়ম অনেক শিথিল করা হয়েছে আগের তুলনায়। এদিকে লকডাউনের নিয়ম ভঙ্গ করায় প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা কোচ রবিন সিং-এর গাড়ি আটক করে চেন্নাই পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


সংবাদসংস্থা IANS সূত্রে খবর, এক পুলিস আধিকারিক জানান,  ইস্ট কোস্ট রোডে শনিবার সকালে গাড়ি চালাচ্ছিলেন রবিন সিং। তাঁর কাছে কোনও বৈধ ই-পাস ছিল না আবার গাড়ি করে ঘুরে বেড়ানোর কোনও জরুরিকালীন কারণও ছিল না। চেন্নাইয়ের আদায়ার থেকে উথাণ্ডিতে শাক-সবজি কিনতে গিয়ে গাড়ি নিয়ে গিয়েছিলেন রবিন। নিজের বাড়ি থেকে দু কিলোমিটারের বেশি গাড়ি করে ঘুরে বেড়িয়েছেন রবিন সিং তাই তাঁর গাড়ি আটক করা হয়।


 


পুলিস আধিকারিক আরও জানান, যে রবিন সিংয়ের গাড়ি আটক করা হলেও তাঁর ব্যবহার খুব ভালো ছিল। আসলে ১৯ জুন থেকে চেন্নাইয়ে ১২ দিনের জন্য কড়া লকডাউন চালু হয়েছে। চেন্নাইয়ের পুলিস কমিশনার এ.কে বিশ্বনাথন প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার জন্য দু কিলোমিটারের বেশি দূর কাউকে না যাওয়ার অনুরোধ করেছেন।


 


আরও পড়ুন - ফুটবল মাঠে চলে এল 'মৃত' ওসামা বিন লাদেন, বড় কেলেঙ্কারি