নিজস্ব প্রতিবেদন: ফেডেরার-নাদাল দ্বৈরথ টেনিস বিশ্বে যেন 'ক্ল্যাস অফ দ্য টাইটানস'। রাফার রাজত্বে এবার রজার রাজ। এটিপি টেনিস র‍্যাঙ্কিংয়ের রাফায়েল নাদালকে সরিয়ে এক নম্বরে উঠে এলেন ৩৬ বর্ষীয় সুইস টেনিস তারকা রজার ফেডেরার। বয়স শুধুমাত্র যে একটা সংখ্যা, ৩৬ বছর বয়সে শীর্ষস্থানে উঠে এসে ফের তা প্রমাণ করলেন ফেড এক্স।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


রটারডাম ওপেনের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের রবিন হাসেকে হারিয়ে র‍্যাঙ্কিংয়ের ১ নম্বরে উঠে এলেন রজার। ৪-৬, ৬-১, ৬-১ গেমে হাসেকে হারিয়ে প্রতিযোগিতার সেমিফাইনালে পৌঁছে গেলেন ফেডেক্স। সেই সঙ্গে ভেঙে দিলেন আন্দ্রে আগাসির রেকর্ড। ২০০৩ সালে ৩৩ বছর ১৩১ দিনে এটিপি টেনিস র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এসেছিলেন আগাসি। এতদিন এটাই ছিল সবচেয়ে বেশি বয়সে শীর্ষস্থানে উঠে আসার রেকর্ড। আগাসিকে সরিয়ে এবার সেই জায়গায় উঠে এলেন ২০টি গ্র্যান্ডস্ল্যামজয়ী রজার ফেডেরার।৩৬ বছর ১৯৫ দিনে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এলেন রজার। ২০১২ সালের অক্টোবরের পর আবার সিংহাসন দখল করলেন ফেডেরার।


 



সিংহাসনে ফিরে উচ্ছ্বসিত রজার জানিয়েছেন, "এ যেন স্বপ্নপূরণ। এক নম্বরে উঠে আসা টেনিসে সেরা প্রাপ্তি। আর সেটা যদি এই বয়সে হয় তাহলে দ্বিগুন পরিশ্রম করতে হয়।"  পাশাপাশি আবেগপ্রবণ ফেডেরার আরও জানান, "১৯৯৮ সালে প্রথম ওয়াইল্ড কার্ড পাওয়ার পর, আজ আবার এই জায়গায় পৌঁছনো সত্যিই এক অনন্য অনুভূতি।"


খেলার খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ৮ টা ৪০ মিনিটে। শুধুমাত্র ২৪ ঘণ্টায়