নিজস্ব প্রতিবেদন: চলতি ফরাসি ওপেনে (French Open) ভারতের পথচলা শেষ এবারের মতো শেষ হল। সানিয়া মির্জার পর এবার ডাবলস ইভেন্ট থেকে বিদায় নিলেন দেশের আরেক টেনিস স্টার রোহন বোপান্নাও (Rohan Bopanna)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৃহস্পতিবার রোলাঁ গারোয় পুরুষদের ডাবলসের সেমিফাইনালে হেরে গেলেন রোহন বোপান্না ও তাঁর ডাচ সঙ্গী ম্যাটওয়ে মিডলকপ (Matw Middelkoop)। সালভাদরের মার্সেলো আরভালো (Marcelo Arevalo) ও নেদারল্যান্ডসের জিন-জুলিয়েন রজারের ( Jean-Julien Rojer) কাছে হারলেন বোপান্নারা।


সেমিফাইনালে ২ ঘণ্টা ৭ মিনিট চূড়ান্ত লড়াই করেও ফাইনালে উঠতে পারল না ইন্ডো-ডাচ জুটি। বিপক্ষ জুটি ৬-৪, ৩-৬, ৬-৭ (৮-১০) সেটে ম্যাচ জিতে নিলেন। এদিন প্রথম সেট বোপান্নারা জিতে নেন। দ্বিতীয় সেট জিতে নেন আরভালো-রজার জুটি। তৃতীয় তথা ফয়সলার সেটে টাইব্রেকে একটা সময় বোপান্নারা পিছিয়ে গিয়েছিলেন। কিন্তু পরপর চার পয়েন্ট জিতেই বৈতরণী পার করতে পারেননি বোপান্নারা।


আরও পড়ুন: Shane Warne: ২৩ নম্বর ওভারে, ২৩ সেকেন্ডের জন্য ওয়ার্নকে স্মরণ করল লর্ডস!


আরও পড়ুনConcussion: শুরুতেই বিপত্তি! মাথায় চোট পেয়ে লর্ডস টেস্ট থেকে ছিটকে গেলেন লিচ


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)