নিজস্ব প্রতিবেদন: অস্ট্রেলিয়া সফরে বিরাট কোহলির সামনে ছিল রোহিত শর্মার রেকর্ড ভাঙার সুবর্ণ সুযোগ। তিনি দলে নেই তা সত্ত্বেও অনন্য নজির গড়লেন রোহিত শর্মা। টানা আট বছর ধরে ভারতের হয়ে একদিনের ক্রিকেটে সর্বাধিক রানের রেকর্ড করলেন হিটম্যান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০২০ সালে বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১১৯ রান করেছিলেন রোহিত শর্মা। যা এই বছরে কোনও ভারতীয় ব্যাটসম্যানের ৫০ ওভারের ক্রিকেটে সর্বাধিক স্কোর।


২০১৩ সালে রোহিত শর্মা একদিনের ক্রিকেটে করেছিলেন ২০৯রান।
২০১৪ সালে ২৬৪
২০১৫ সালে ১৫০
২০১৬ সালে ১৭১ নট আউট
২০১৭ সালে অপরাজিত ২০৮
২০১৮ সালে ১৫২
২০১৯ সালে ১৫৯
২০২০ সালে ১১৯
৫০ ওভারের ক্রিকেটে কোনও ভারতীয় ক্রিকেটারের সর্বাধিক স্কোর।



আইপিএলের মাঝে চোট পেয়ে বেশ কয়েকটি ম্যাচে খেলেননি মুম্বই ইন্ডিয়ানস অধিনায়ক রোহিত শর্মা। যদিও আইপিএলের কোয়ালিফায়ার এবং ফাইনালে খেলেন তিনি। এরপর ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে সিডনি উড়ে না গিয়ে তিনি দেশে ফিরে আসেন। প্রাথমিকভাবে অস্ট্রেলিয়া সফরের দলে না থাকলেও পরে টেস্ট দলে তাঁকে নেওয়া হয়। বর্তমানে বেঙ্গালুরুর এনসিএ-তে রিহ্যাবে রয়েছেন রোহিত শর্মা। ১১ ডিসেম্বর তাঁর ফিটনেস টেস্ট হবে। তারপরই জানা যাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে তিনি খেলতে পারবেন কিনা!



আরও পড়ুন -  AUS vs IND: ক্যানবেরায় নিয়মরক্ষার ম্যাচে মুখরক্ষার জয় কোহলির টিম ইন্ডিয়ার