জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর মাত্র কয়েক ঘন্টা পরেই মোহালির (Mohali) পিসিএ স্টেডিয়ামে (PCA Stadium) অস্ট্রেলিয়ার (Asutralia) বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া (Team India)। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে ফের একটা বিশ্ব রেকর্ড গড়ার অপেক্ষায় রোহিত শর্মা (Rohit Sharma)। আর মাত্র দুটি ছক্কা মারতে পারলে টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন রেকর্ড নিজের নামে করে ফেলবেন ভারতীয় দলের অধিনায়ক। বর্তমানে এই রেকর্ডের মালিক নিউজিল্যান্ডের (New Zealand) ওপেনার মার্টিন গাপটিল (Martin Guptill)। ১৭২ টি ছয় আছে তাঁর। এই ফরম্যাটে রোহিতের ঝুলিতে রয়েছে ১৭১ টি ছয়। তাই ছক্কা মারতে ওস্তাদ ব্যাটারদের তালিকার শীর্ষে যেতে রোহিতকে আর দুটি ছয় মারতে হবে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই তালিকায় এরপরে রয়েছেন যথাক্রমে ক্রিস গেইল, অইন মর্গ্যান ও অ্যারন ফিঞ্চ। তবে রেকর্ডের সামনে দাঁড়িয়ে থাকলেও রোহিত ব্যক্তিগতভাবে এ সব নিয়ে ভাবতে নারাজ। কারণ এশিয়া কাপে ভরাডুবির পর তাঁর লক্ষ্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিইন হওয়া। তাই অস্ট্রেলিয়ার মতো কঠিন দলের বিরুদ্ধে সিরিজ জয় অধিনায়ক হিসেবে তাঁর কাছে খুবই গুরুত্বপূর্ণ। অজিদের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ শেষ হলেই শুরু হয়ে যাবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ। তাই আক্রমণাত্মক মেজাজে খেলে দলের জয় নিশ্চিত করা ও আইসিসি ইভেন্টের আগে নিজের ব্যাটিং ঝালিয়ে নেওয়াকেই টার্গেট করছেন রোহিত।


আরও পড়ুন: ICC T20 World Cup 2022 : রোহিত-বিরাটদের নিয়ে আগেভাগে অস্ট্রেলিয়া যেতে চান রাহুল দ্রাবিড়! কিন্তু কেন?


আরও পড়ুন: Sourav Ganguly : কোন ইস্যুতে বিসিসিআই সভাপতির বিরুদ্ধে মুখ খুললেন গৌতম গম্ভীর? জেনে নিন


ভারতের জার্সিতে শেষ ১৭ ম্যাচে ৪২৩ রান করেছেন রোহিত। গড় ২৭। তাঁর মত তারকা ব্যাটারের কাছে এটা খুব সুখের পরিসংখ্যান নয়। যদিও কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছেন রোহিত যদি প্রথম ১০-১২ ওভার থাকতে পারেন, তাহলেই ভারত একটা মজবুত প্ল্যাটফর্ম পাবে। এই ফরম্যাটে রোহিত নিজেও সেটা চান। দলের স্বার্থে 'পাওয়ার প্লে' কাজে লাগাতে চান। ব্যক্তিগত রেকর্ড নিয়ে চিন্তিত নন হিটম্যান। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে গেলেও রোহিত করেছিলেন ৭২। চলতি বছর দেশের জার্সিতে মোট ৭২ টি ছক্কা মেরেছেন তিনি। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)