জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে (ICC Test Ranking) প্রথম দশে ঢুকে পড়লেন টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে প্রথম টেস্টে শতরান করেন তিনি। রোহিত ১০৩ রান করেছিলেন। আর সেই শতরানের জন্যই প্রথম দশে চলে এলেন ভারত অধিনায়ক। অভিষেক টেস্টে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ১৭১ রানের দুরন্ত ইনিংস খেলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিদেশের মাঠে গিয়ে কোনও ভারতীয় ওপেনার যশস্বীর আগে ১৫০-এর বেশি রান করেননি। প্লেয়ার অফ দ্য ম্যাচ হন যশস্বী। আইসিসি র‌্যাঙ্কিংয়ে ৭৩তম স্থান তাঁর। চোট পাওয়ার পরে ঋষভ পন্থ এই প্রথম বার প্রথম ১০-এর বাইরে চলে গেলেন। পন্থ এখন ১১ নম্বরে। বিরাট কোহলি রয়েছেন ১৪ নম্বরে।



আরও পড়ুন: Smriti Mandhana: স্মৃতির জন্মদিনকে স্মরণীয় রাখতে বাংলাদেশে তাঁর 'মনের মানুষ', ভাইরাল হল ছবি


আরও পড়ুন: IND vs PAK, Asia Cup 2023: ২ সেপ্টেম্বর রোহিত বনাম বাবরের 'মাদার অফ অল ব্যাটল', ফাইনাল ১৭ সেপ্টেম্বর, চলে এল বড় আপডেট


টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে নিউজিল্যান্ডের তারকা কেন উইলিয়ামসন। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম তৃতীয় স্থানে। দ্বিতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে ট্রেভিস হেড, স্টিভ স্মিথ এবং মার্নাস লাবুশেন। ছয় নম্বরে রয়েছেন জো রুট। সপ্তম এবং অষ্টম স্থানে উসমান খোয়াজা এবং ডারিল মিচেল। নয় নম্বরে শ্রীলঙ্কার দিমুথ করুণারত্নে।


এদিকে টেস্ট বোলারদের শীর্ষেই রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। দুই নম্বরে আছেন প্যাট কামিন্স। সপ্তম স্থানে রবীন্দ্র জাদেজা। টেস্ট বোলারদের মধ্যে জসপ্রীত বুমরাহ এখনও ১০ নম্বরে রয়েছেন। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)