জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অস্ট্রেলিয়ার পর আফগানিস্তান (IND vs AFG | World Cup 2023)। বিশ্বকাপে ব্যাক-টু-ব্যাক জয় ভারতের। বুধবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে একাই সব আলো কেড়ে নিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর বিধ্বংসী সেঞ্চুরির ইনিংসে ভারত উড়িয়ে দিল আফগানদের। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ছয় উইকেটে হারানোর পর, দ্বিতীয় ম্য়াচ ভারত জিতল আট উইকেটে। এদিন রাজধানীতে ১০০ ভোল্টের রো'হিট' আলো জ্বলে উঠল। রাতের আঁধারে হারিয়ে যায় আফগানিস্তান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রোহিত বিধ্বংসী মেজাজে বেদম প্রহারের রাস্তাই বেছে নিয়েছেন। এদিন ৮৪ বলে ১৩১ রান করে রোহিত আউট হয়ে যান। ১৬টি চার ও পাঁচটি ছক্কা হাঁকান তিনি। আর এদিন দিল্লিতে রোহিত একের পর এক রেকর্ড করেছেন। তার মধ্যে অন্যতম ছক্কার রেকর্ড। এতদিন পর্যন্ত ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে সর্বাধিক ছয়ের নজির ছিল ক্রিস গেইলের (Chris Gayle)। সেই গেইলের সিংহাসন কেড়ে নতুন রাজা হলেন হিটম্যান।


আরও পড়ুন: WATCH: বৈরিতা ভুলে আলিঙ্গন বিরাট-নবীনের! মাইক্রোফোন হাতে ছক্কা শাস্ত্রীর




সব ফরম্যাট মিলিয়ে সর্বাধিক ছক্কা হাঁকিয়েছেন যাঁরা (নাম ও ছয়ের সংখ্যা রইল পাশাপাশি)


রোহিত শর্মা (ভারত) ৫৫৪*
ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) ৫৫৩
শাহিদ আফ্রিদি (পাকিস্তান) ৪৭৬
ব্রেন্ডন ম্যাকালাম (নিউ জিল্য়ান্ড) ৩৯৮
মার্টিন গাপটিল (নিউ জিল্য়ান্ড) ৩৮৩ 
এমএস ধোনি (ভারত) ৩৫৯
সনথ জয়সূর্য  (শ্রীলঙ্কা) ৩৫২
অইন মরগ্য়ান (ইংল্যান্ড) ৩৪৬
এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা) ৩২৮
জস বাটলার (ইংল্য়ান্ড) ৩১২


রোহিতের কাছে সিংহাসন খুইয়েও আক্ষেপ নেই গেইলের। তিনি সোশ্যাল মিডিয়ায় রোহিতের সঙ্গে ছবি শেয়ার করেছেন। নতুন রাজাকে জানিয়েছেন বিশ্বরেকর্ডের জন্য় শুভেচ্ছা।



আরও পড়ুন: Rohit Sharma | IND vs AFG: সচিনের নাম মুছে বিশ্বকাপে ইতিহাস লিখে দিলেন রোহিত


 


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)