নিজস্ব প্রতিবেদন: দ্বিতীয় ইনিংসে রোহিত শর্মা এখনও ৭১-এ নট আউট। প্রথম ইনিংসে করেছিলেন ১৭৬ রান। তাঁর এই পারফরম্যান্সে একের পর এক রেকর্ড ভাঙলেন ‘হিটম্যান’। দ্বিতীয় ইনিংসে ২০ ওভারের মাথায় ডেন পিয়েডকে লম্বা ছয় মেরে ১৯৯৪ সালে নভজ্যোত সিং সিধুর রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা। ঘরের মাটিতে টেস্টে এক ম্যাচে সর্বাধিক ছয় মারার শিরোপা এখন রোহিতের ঝুলিতে ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


পরিসংখ্যান বলছে, তিন ফরম্যাটে সর্বাধিক ছয় মারার নিরিখে এই মুহূর্তে এগিয়ে রয়েছেন রোহিত শর্মাই। টেস্টে চলতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৯টি, ওয়ানডেতে ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৬, টি২০-তে ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০টি সর্বাধিক ছয় মারার রেকর্ড গড়লেন তিনি।


আরও পড়ুন- রোহিত, ধোনির আগেই এই মাইলস্টোন ছুঁয়ে ফেললেন হরমনপ্রীত!


এ দিন দ্বিতীয় ইনিংসে অর্ধ শতরান করায় রাহুল দ্রাবিড়ের পরপর ৬টি অর্ধ শতরানের রেকর্ডও ভাঙলেন রোহিত। ১৯৯৭-৯৮ সালে পরপর ৬টি অর্ধ শতরান করেছিলেন রাহুল দ্রাবিড়।  এ ছাড়া ঘরের মাঠে অন্তত ১০টি টেস্ট ইনিংসে ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ব্যাটিং গড়ের নিরিখে স্যার ডন ব্র্যাডম্যানের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন রোহিত শর্মা। দেশের মাটিতে বিশাখাপত্তনমের প্রথম ইনিংসটি নিয়ে মোট ১৫টি টেস্ট ইনিংসে ব্যাট করেছেন  রোহিত শর্মা৷ ঘরের মাঠে রোহিত শর্মার রান ৮৮৪। ব্যাটিং গড় ৯৮.২২।