IPL 2020: এলিট ক্লাবে হিটম্যান! বিরাট-রায়নাকে ছুঁয়ে ফেললেন রোহিত শর্মা
কিংস ইলেভেন পঞ্জাবের পেসার শামিকে চার মেরে এলিট ক্লাবে তবে প্রবেশ করলেন রোহিত শর্মা।
নিজস্ব প্রতিবেদন: কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামার আগে আইপিএলে ৫০০০ রান থেকে ২ রান দূরে ছিলেন মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মা। মহম্মদ শামির প্রথম বলে সেই নজির ছুঁলেন হিটম্যান।
কিংস ইলেভেন পঞ্জাবের পেসার শামিকে চার মেরে এলিট ক্লাবে তবে প্রবেশ করলেন রোহিত শর্মা। বিরাট কোহলি,সুরেশ রায়নাকে ছুঁয়ে তৃতীয় ভারতীয় হিসেবে আইপিএলে পাঁচ হাজার রানের ক্লাবে প্রবেশ করলেন তিনি।
আইপিএলে ১৮০ টি ম্যাচ খেলে ৫৪৩০ রান করেছেন আরসিবি-র অধিনায়ক বিরাট কোহলি। এখন পর্যন্ত তিনি আইপিএলে সর্বাধিক রান সংগ্রাহক। আইপিএলে পাঁচটি শতরান রয়েছে বিরাট কোহলির। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন সুরেশ রায়না। ১৯৩ ম্যাচ খেলে ৫৩৬৮ রান করেছেন প্রাক্তন ভারতীয় এই ব্যাটসম্যান। এবারের আইপিএলে খেলছেন না সুরেশ রায়না।
বৃহস্পতিবার তৃতীয় ভারতীয় হিসেবে ৫০০০ আইপিএল রানের ক্লাবে যোগ দিলেন রোহিত শর্মা। পঞ্জাবের বিরুদ্ধে ৪৫ বলে ৭০ রানের ইনিংস খেলেন তিনি। তিনটি ছক্কা এবং ৮ টি বাউন্ডারি দিয়ে সাজানো তাঁর ৭০ রানের ইনিংস।
আরও পড়ুন - IPL 2020: বিতর্কে সিএসকে! জৈব সুরক্ষা বলয় ভাঙার অভিযোগ এক ক্রিকেটারের বিরুদ্ধে