করোনা ত্রাণে সচিন-সৌরভদের থেকে বেশি অনুদান দিলেন `হিটম্যান`
বিপদের দিনে দেশের মানুষের পাশেই দাঁড়ালেন রোহিত শর্মা।
নিজস্ব প্রতিবেদন: করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সবাই এগিয়ে আসুন। মেনে চলুন লকডাউন। এভাবেই ভক্তদের কাছে বার বার আবেদন করে চলেছেন সেলেবরা। আর এবার করোনা মোকাবিলায় ময়দানে নেমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল এবং মুখ্যমন্ত্রী (মহারাষ্ট্র) ত্রাণ তহবিলে আর্থিক অনুদান তুলে দিলেন টিম ইন্ডিয়ার ওপেনার রোহিত শর্মা।
বিপদের দিনে দেশের মানুষের পাশেই দাঁড়ালেন রোহিত শর্মা। PM-CARES ফান্ড, মুখ্যমন্ত্রী (মহারাষ্ট্র) ত্রাণ তহবিল, ফিডিং ইন্ডিয়া এবং ওয়েলফেয়ার অফ স্ট্রে ডগস-কে সব মিলিয়ে মোট ৮০ লক্ষ টাকা তুপপলে দিলেন রোহিত শর্মা।
#PM-CARES ফান্ডে ৪৫ লক্ষ টাকা
#মুখ্যমন্ত্রী (মহারাষ্ট্র) ত্রাণ তহবিলে ২৫ লক্ষ টাকা
#Feeding India কে ৫ লক্ষ টাকা
#Welfare of Stray Dogs ফান্ডে ৫ লক্ষ টাকা
এর আগে করোনা মোকাবিলায় ময়দানে নেমে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সচিন তেন্ডুলকর ৫০ লক্ষ টাকা অনুদান তুলে দিয়েছেন। আর্থিক অনুদান তুলে দিয়েছেন শিখর ধাওয়ান, বিরাট কোহলিও। দুঃস্থদের অন্ন তুলে দিতে ৫০ লাখ টাকার চাল দিয়েছেন সৌরভ গাঙ্গুলি। ভারতীয় ক্রিকেট বোর্ড রাজ্য ক্রিকেট সংস্থাগুলিকে নিয়ে ৫১ কোটি টাকার অনুদান তুলে দিয়েছে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে।
আরও পড়ুন - করোনা মোকাবিলায় ৩ কোটি আর্থিক অনুদান বিরুষ্কার