জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কথায় বলে 'ঠেলার নাম বাবাজি'! আর ঠিক সেই কথাই এবার প্রযোজ্য হয়েছে ভারতীয় দলের মহানক্ষত্রদেরও জন্য। আন্তর্জাতিক অ্যাসাইনমেন্টে না থাকলে খেলতেই হবে ঘরোয়া ক্রিকেট। আর ঝাড়াই-বাছাই করার কোনও সুযোগ হাতে নেই। বিরাট কোহলির (Virat Kohli) মতো রোহিত শর্মাও (Rohit Sharma) ফ্লপ হয়েছিলেন বর্ডার-গাভাসকর ট্রফিতে (BGT 2024-25)। ৫ ইনিংসে রোহিত ৩১ রান করেছিলেন। রোহিতের এহেন পরিস্থিতি দেখে তাঁর কড়া সমালোচনা করেছিলেন সুনীল গাভাসকর (Sunil Gavaskar)!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সানি টেস্ট দলে রোহিতের জায়গা নিয়ে প্রশ্নও তুলেছিলেন। নিয়মিত অধিনায়কের সিডনি টেস্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তেও তিনি সন্তুষ্ট ছিলেন না। কিংবদন্তি ভারতীয় মনে করেছিলেন যে, লাল বলের ক্রিকেটে রোহিতের ভবিষ্যৎ অনিশ্চয়তায় মোড়া। ১৯৮৩-র কাপজয়ী মায়েস্ত্রো এও চেয়েছিলেন যে, রোহিত এবার নেতৃত্ব ছেড়ে দিয়ে অন্যদের দলকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ করে দিক। গাভাসকরের বকুনি খেয়ে বদহজম হয়েছে রোহিতের। তিনি সোজা গিয়ে বিসিসিআইয়ের কাছে গাভাসকরের বিরুদ্ধে নালিশ করেছেন বলেই রিপোর্ট। 


আরও পড়ুন: হাতের নাগালে 'ভক্তের ভগবান', নিরাপত্তাকে ফাঁকি দিয়েই রোহিতের অনুরাগী মাঠে ঢুকে...


এক স্পোর্টস ওয়েবসাইট এই প্রসঙ্গে এক সূত্রকে উদ্ধৃত করেছে, সেখানে লেখা হয়েছে, 'রোহিত মনে করেন যে সুনীল গাভাসকরের এভাবে সমালোচনা করা উচিত নয়, সে কারণেই তিনি বিসিসিআইয়ের কাছে গাভাসকরের বিরুদ্ধে অভিযোগ করেছেন। এমন সমালোচনা এতটাই চাপ বাড়িয়েছিল রোহিতের যে, তিনি বিসিসিআইকে সবকিছু বলতে বাধ্য হয়েছিলেন।'


আরও পড়ুন: অবিশ্বাস্য! অসম্ভব! দেশের কপালে জয় 'তিলক' পরিয়ে বিশ্বরেকর্ড বছর বাইশের আগামীর তারকার


২০২৪ সালে ১৪ টেস্টে ও ২৬ ইনিংস মিলিয়ে রোহিতের ঝুলিতে মাত্র ৬১৯ রান এসেছে। গড় ২৪.৭৬, জোড়া সেঞ্চুরি ও একটি হাফ-সেঞ্চুরি রয়েছে তাঁর। বিগত ৯ টেস্টে তাঁর গড় ১০.৯৩ ও চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে যা এসে দাঁড়িয়েছিল ৬.২! ফর্মে ফিরতে রোহিত খেলেছেন রঞ্জি ট্রফি ১০ বছর পর এই ট্রফিতে তিনি খেলেছেন জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে। বান্দ্রা কুরলা কমপ্লেক্সে রোহিতের রঞ্জি প্রত্যাবর্তন একেবারেই সুখকর হয়নি। দুই ইনিংস মিলিয়ে তিনি যথাক্রমে ৩ ও ২৮ রান করেছেন। এবার লাল বলে ঘরোয়া ক্রিকেটে বিরাটের নিজেকে প্রমাণ করার পালা। আগামী ৩০ জানুয়ারি বিরাট নামবেন রেলওয়েজের বিরুদ্ধে দিল্লির হয়ে। দলে পাবেন জাতীয় দলের সতীর্থ ঋষভ পন্থকে। বিরাট রঞ্জিতে ফেরার অনুশীলন শুরু করে দিলেন।


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)