Rohit Sharma: ইংল্যান্ডে রেকর্ডের পর রেকর্ড! ইতিহাস লিখলেন রোহিত শর্মা
রোহিত দেশের প্রথম অধিনায়ক হিসাবে ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে ও টি-২০ সিরিজ জেতার নজির গড়লেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইংল্যান্ডের মাটিতে তিন ফরম্যাট মিলিয়ে দুরন্ত পারফর্ম করেছে টিম ইন্ডিয়া (Team India)। প্রথমে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ দুই পর্ব মিলিয়ে ২-২ ড্র, তারপর টি-২০ ও ওয়ানডে সিরিজও ভারত ২-১ ব্যবধানে জিতে নিয়েছে। ইংল্যান্ডের মাটিতে রেকর্ডের পর রেকর্ড করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। দেখে নেওয়া যাক 'হিটম্যান' কোন কোন কীর্তি গড়লেন!
২০১৫ সালের পর থেকে ভারত তৃতীয় দল হিসাবে ইংল্যান্ডের মাটিতে গিয়ে তাদের ওয়ানডে সিরিজে হারাল। ১৯৯৯ সালে মহম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বে ভারত ইংল্যান্ডের মাটিতে প্রথম ওয়ানডে সিরিজ জেতে। এর ঠিক ১৫ বছর পর এমএস ধোনির টিম এই রেকর্ড করে। আজহার-ধোনির পর রোহিত তৃতীয় অধিনায়ক হিসাবে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতলেন। নিঃসন্দেহে অবিস্মরণীয় কৃতিত্ব।
রোহিত দেশের প্রথম অধিনায়ক হিসাবে ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে ও টি-২০ সিরিজ জেতার নজির গড়লেন।
এই ইংল্যান্ডেই কিন্তু রোহিত দেশের হয়ে টানা ১৪টি টি-২০ ম্যাচ জয়ের রেকর্ড করেছেন। বিশ্বে আর কোনও অধিনায়ক এমন পারেননি।
পরিসংখ্যান বলছে পাকাপাকি ভাবে ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পর রোহিত টানা সাতটি সিরিজ জিতেছেন। নিউজিল্যান্ডকে তিন ম্যাচের টি-২০ সিরিজে চুনকাম করা দিয়ে রোহিতের যাত্রা শুরু হয়েছিল। এরপর রোহিতের টিম হারায় ওয়েস্ট ইন্ডিজকে। একদিনের সিরিজে ৩-০ জেতার পর ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ ভারত ৩-০ জিতে নেয়। এরপরেই লঙ্কা জয়। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ২-০ জেতার পর রোহিতের দল লঙ্কাবাহিনীর বিরুদ্ধে টেস্ট সিরিজ ২-০ জিতে নেয়। এরপর সদ্যসমাপ্ত ইংল্যান্ড সিরিজ।
অধিনায়ক হিসাবে রোহিতের পরিসংখ্যান এখন চমকে দেওয়ার মতো। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর জেতার হার ৮১.২৫ শতাংশ। ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে ৮৩.৮৭ শতাংশ। লাল বলের ক্রিকেটে এখনও পর্যন্ত দু’টি ম্যাচে তিনি অধিনায়কত্ব করেছেন। দু’টিই জিতেছে ভারত। সেক্ষেত্রে জয়ের হার এখন ১০০ শতাংশ। তিন ফরম্যাটের ক্রিকেটেই অধিনায়ক হিসাবে রোহিতের জয়ের রেকর্ড ৮০ শতাংশ। এমন কৃতিত্ব আর কোনও অধিনায়কের নেই।
আরও পড়ুন: Sachin Tendulkar: ঈশানের জন্মদিনে শুভেচ্ছা জানাতে কী লিখলেন মাস্টার ব্লাস্টার?
আরও পড়ুন: Roy Krishna: এ বার সুনীল ছেত্রীর সঙ্গে বেঙ্গালুরু এফসি-তে খেলবেন ফিজির তারকা
আরও পড়ুন: Rishabh Pant | Yuvraj Singh: 'মনে হচ্ছে ৪৫ মিনিটের কথোপকথন কাজে লেগেছে'!