Rohit Sharma | Mumbai Indians IPL 2025 Retention: শুধু নেতৃত্বই নয়, টাকার লোভও নেই তাঁর, আত্মবলিদানেই মুম্বইকে বাঁচিয়ে দিলেন রোহিত!
Rohit Sharma Selfless Act Helped Mumbai Indians: রোহিতের মহানুভবতায় মুম্বই ইন্ডিয়ান্স হল বিরাট উপকৃত! রোহিত বুঝিয়ে দিলেন শুধু নেতৃত্বই নয়, টাকার লোভও নেই!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রোহিত শর্মা (Rohit Sharma) নামটাই যথেষ্ট, সাদা বলের ক্রিকেটে সর্বকালের সেরাদের একজন তিনি। ভারতীয় দলের বিশ্বকাপ (টি-২০) জয়ী অধিনায়ক তিনি। আইপিএলের (IPL) কথা যদি বলা হয়, তাহলে কিংবদন্তি এমএস ধোনির (MS Dhoni) সঙ্গেই তাঁর নাম উচ্চারিত হবে। কারণ দু'জনেই পাঁচবারের ট্রফি জয়ী।
আরও পড়ুন: অধিনায়কদের ছেড়েই দিল কলকাতা-দিল্লি-লখনউ! ধোনিকে কি এবার দেখা যাবে আইপিএলে?
আর এহেন রোহিতকে সপ্তদশ আইপিএলের (IPL 2024) আগে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ম্য়ানেজমেন্ট অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়। তার বদলে গুরুদায়িত্ব তুলে দেওয়া হয় হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) হাতে। জানা গিয়েছিল রোহিত নাকি মোটেই খুশি নন তাঁর অধিনায়কত্ব কেড়ে নেওয়ার সিদ্ধান্তে। মনে করা হচ্ছিল সব ঠিক থাকলে নীতা আম্বানির সংসার ছাড়বেন তিনি! কিন্তু এসব জল্পনা এখন অতীত। রোহিত থাকছেন মুম্বইতেই!
৩১ অক্টোবর অর্থাত্ গত বৃহস্পতিবার, বিকেলের ভিতর ১০ দলকে খেলোয়াড় ধরা-ছাড়ার তালিকা দিতে হত। বিসিসিআই-এর নির্দেশ মতোই সকল ফ্র্য়াঞ্চাইজি রিটেনশন লিস্ট জমা দিয়ে দিয়েছে। মুম্বই ধরে রেখেছে জসপ্রীত বুমরা (১৮ কোটি টাকা), হার্দিক পান্ডিয়া (১৬.৩৫ কোটি টাকা), সূর্যকুমার যাদব (১৬.৩৫ কোটি টাকা), তিলক বর্মা (৮ কোটি টাকা) ও রোহিতকে (১৬.৩০ কোটি টাকা)। শুধু নেতৃত্বই নয়, রোহিতের টাকার লোভও নেই! আইপিএল রিটেনশনের আগে একাধিকবার মুম্বই ম্য়ানেজমেন্ট বৈঠক করেছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মের রিপোর্ট বলছে যে, সব ভেবে নিজেকে চারে বেছে রোহিত পরিচয় দিয়েছেন তাঁর 'সেল্ফলেস' মনোভাবের। সেই প্রতিবেদনে এক সূত্রকে উদ্ধৃত করে বলা হয়েছে, 'রোহিতই কিন্তু বলেছিল যে, বুমরা-হার্দিক-সূর্য যেন প্রথম তিনে থাকে। কারণ দেশের হয়ে টি-২০ খেলে।'
মুম্বইয়ের জার্সিতে ফের খেলার প্রসঙ্গে রোহিত বলেন, 'আমি মুম্বইতে প্রচুর ক্রিকেট খেলেছি। এখান থেকেই কেরিয়ার শুরু। ফলে এই শহর আমার কাছে ভীষণ ভীষণ স্পেশ্য়াল। এতদিন ধরে কোথাও খেললে প্রচুর স্মৃতি তৈরি হয়ে যায় দলের সঙ্গে। বিগত দুই-তিন বছর আমরা ভালো কিছু করতে পারিনি। তবে এই বছর আমার বদল করতে মরিয়া।' দেখা যাক এবার মুম্বই কী করে!
আরও পড়ুন: শ্রেয়স-স্টার্ককে ছাঁটল কেকেআর! রাসেল-নারিন কি থাকলেন? এই ৬ ক্রিকেটারকে বাছল কলকাতা
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)