জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium, Mumbai) পাঁচ উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে (Australia vs India, 1st ODI), তিন ম্যাচের চলতি ওয়ানডে সিরিজের শুভারম্ভ করেছিল টিম ইন্ডিয়া। রবিবার বিশাখাপত্তনমের ডক্টর ওয়াইএসআর রেড্ডি এসিএ-ভিডিসিএ (Dr. Y.S. Rajasekhara Reddy ACA-VDCA Cricket Stadium) দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেছিল ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia, 2nd ODI)। ১০ উইকেটে লজ্জার হার হারল রোহিত শর্মার (Rohit Sharma) টিম ইন্ডিয়া। ২০২১ সালের ডিসেম্বরে বিরাট কোহলির জুতোয় পা গলান রোহিত। পঞ্চাশ ওভারের ফরম্যাটে ভারতের পূর্ণ দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক হন 'হিটম্যান'। তারপর থেকে ঘরের মাঠে এই প্রথম তিনি ওয়ানডে হারলেন। এমনকী রোহিতের নেতৃত্বে ভারত টানা ন'টি ওয়ানডে ম্যাচ জিতেছে ঘরের মাঠে। চলতি বছর ভারত শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডকে ৩-০ হোয়াইটওয়াশ করেছে। ম্যাচ হেরে রোহিত মিচেল স্টার্কেরই (Mitchell Starc) প্রশংসা করেছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রোহিত ম্যাচের পর বলেন, 'এই ফল অত্যন্ত হতাশাজনক। এই নিয়ে কোনও সন্দেহ নেই। আমরা যে খেলাটা খেলতে পারি, সেটাই খেলতে পারিনি। ব্যাট হাতে নিজদের প্রয়োগ করিনি। আমরা জানতাম এই রান কিছুই না। সত্যি বলতে এটা কোনও ভাবেই ১১৭-র পিচ নয়। নিজেদের প্রয়োগ করতে পারিনি আমরা।' ৫৩ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন স্টার্ক। অজি বোলারের ভূয়সী প্রশংসা করে রোহিত বললেন, 'স্টার্ক হাতে নতুন বল নিয়ে অস্ট্রেলিয়ার জন্য বছরের পর বছর এমন করে আসছে। ও ওর শক্তিপ্রদর্শন করেই আজ এই পারফর্ম করেছে। আর ওর শক্তির কাছেই আমরা পরাজিত হয়েছি। আমাদের এটাই বুঝতে হবে। সেভাবে খেলতে হবে। ওদের সব বোলারই দারুণ বল করে আমাদের চাপে রেখেছে।' এদিন স্টার্ক ছাড়াও দারুণ বল করেছেন সিন অ্যাবট (তিন উইকেট) ও ন্য়াথান এলিস (দুই উইকেট)।আগামী বুধবার চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। এই ম্যাচ যে জিতবে, সিরিজ যাবে তার দখলেই। ফলে তৃতীয় ওয়ানডে হয়ে গেল ডিসাইডার।


আরও পড়ুনIND VS AUS: ১০ উইকেটে লজ্জার হার ভারতের! দুরন্ত প্রত্যাবর্তনে সিরিজে ফিরল অস্ট্রেলিয়া


দেখতে গেলে বিগত ছয় বছরে রোহিতের নেতৃত্বে এটি ভারতের প্রথম হার। ২০১৭ সালের ডিসেম্বরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত হেরেছিল। রোহিত ছিলেন ক্যাপ্টেন। যদিও তিনি ছিলেন বিরাটের বদলে স্টপ-গ্যাপ অধিনায়ক। রোহিতের কিন্তু স্টপ-গ্যাপ অধিনায়ক হিসেবেও রেকর্ড দারুণ। তাঁর নেতৃত্বে ভারত ১০ ম্যাচের মধ্যে আট ম্যাচ জিতেছে। পঞ্চাশ ওভারের ফরম্যাটে ভারতের পূর্ণ দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক হওয়ার পর, রোহিত হোম এবং অ্যাওয়ে মিলিয়ে মাত্র তিনটি ওয়ানডে ম্যাচ হেরেছে। এদিনের ম্যাচ বাদ দিয়ে গতবছর ডিসেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ২-১ সিরিজ হার। এছাড়া রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে ২-১ ওয়ানডে সিরিজ জয়ের একটি ম্যাচ।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)