জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জাতীয় সংবাদপত্রে রোহিত শর্মা জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ দিনের টেস্ট সিরিজ শেষ হওয়ার পর ভারতীয় ক্রিকেট দল থেকে তিনি অবসর ঘোষণা করবেন। প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিসিসিআই শীর্ষ কর্তারা ইতিমধ্যে এই সিদ্ধান্তের বিষয়ে কথা বলেছেন এবং রোহিত তার মত পরিবর্তন করবেন এমন সম্ভাবনাও খুব একটা নেই। যদিও ঘোষণার মধ্যে স্পষ্ট করে কোন দিন নির্ধারণ করা হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে যে, সিডনির শেষ টেস্ট ম্যাচের পরে অবসর নেবেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: EXPLAINED | ICC WTC Final: ভারতের চূড়ান্ত ভরাডুবি, আদৌ কি আর আশা আছে টেস্ট বিশ্বযুদ্ধের ফাইনাল খেলার?


যদি ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ওঠে, শীর্ষ কর্তারা রোহিতকে থাকার জন্য বলতে পারে। ভারত অধিনায়ক রোহিত শর্মাকে অগোছালো দেখাচ্ছিলো কারণ তিনি চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়ার কাছে পরাজয় স্বীকার করার পরে বিরক্ত হয়ে গিয়েছিলেন। এই কথা স্বীকার করে তিনি বলেছেন যে ফোকাস করার পরেও দলের যৌথ সমস্যা ছাড়াও ব্যক্তিগত স্তরে যে সমস্যা রয়েছে তাকে সমাধান করতে হবে। 


তিন টেস্টের ছয় ইনিংসে ৩১ রান ভারতীয় অধিনায়কের, সেখানে জসপ্রিত বুমরাহের ৩০ রান। টেস্টের পর অবসর নেবেন তা ঘোষনা করার ফলে উত্তেজনার পারদ তুঙ্গে এবং সিডনির সঙ্গে এটি তার শেষ খেলাও হতে পারে, তবে তিনি যুদ্ধ ছাড়া ময়দান ছাড়তে চাননা।


ব্যাটার হিসেবে এবং অধিনায়ক হিসেবে তিনি কোন জায়গায় বা কোথায় দাঁড়াতে চান? তিনি কিরকম সাফল্য অর্জন করতে চান? প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমি আজ যেখানে দাঁড়িয়ে আছি সেখানেই দাঁড়াতে চাই। আগে যা ঘটেছে তা নিয়ে ভাবার কিছু নেই। খুব কম সাফল্য আমাদের সঙ্গে যায়নি। একজন অধিনায়ক হিসাবে, হ্যাঁ, এটিই হতাশাজনক।" তিনি আরও বলেছেন তিনি তার হতাশা লুকানোর চেষ্টা করেছিলেন। ১৮৪ রানের পরাজয়ের পর বোঝা গেছে যে এখানে আনন্দের জায়গায় নেই।


আরও পড়ুন: ISL Derby: ১১ জানুয়ারি হচ্ছে না আইএসএল ডার্বি!


"আপনারা জানেন, আমি যেই সাফল্য পেতে চাই তা পাবার জন্য অনেক কিছু করার চেষ্টা করছি। কিন্তু দেখুন এটি খুবই বিরক্তিকর পরিস্থিতি। আপনি যদি এখানে এসে থাকেন, চেষ্টা করেন (সাফল্য পাওয়ার) এবং আপনারা যা সফলভাবে করতে চান এবং যদি সেগুলি সঠিকভাবে না হয় তবে এটি একটি বড় হতাশাজনক (পরিস্থিতি সৃষ্টি করে), কিন্তু সবশেষে এখনও পর্যন্ত একই (পরিস্থিতি) রয়েছে,"রোহিত ব্যাখ্যা করেছেন"। 


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)