ওয়েব ডেস্ক: অস্ত্রোপচার হয়ে গেল রোহিত শর্মার থাইয়ে। বিসিসিআই জানিয়েছে শুক্রবার লন্ডনের একটি  হাসপাতালে রোহিতের অস্ত্রোপচার হয়। চিকিত্সকরা জানিয়েছে, রোহিতের অস্ত্রোপচার সফল হয়েছে। আরও চব্বিশ ঘন্টা দেখে ভারতের এই ব্যাটসম্যানকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। রোহিত শর্মা ফিট না হওয়া পর্যন্ত সব খরচ বিসিসিআই বহন করবে বলে জানিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- আজ রাজকোট টেস্টে কী হল


আগামী ২৯ অক্টোবর ভাইজাগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ একদিনের ম্যাচে থাইয়ে চোট পেয়েছিলেন রোহিত। তারপর চোটের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে যান মুম্বইয়ের এই ক্রিকেটার। কবে মাঠে ফেরেন সেটাই দেখার।