নিজস্ব প্রতিবেদন: মাস দুয়েকের ম্য়ারাথন লকডাউনে গৃহবন্দি প্রায় সকলেই। স্তব্ধ ক্রিকেট দুনিয়া। করোনার ধাক্কা কাটিয়ে কবে ফিরবে ক্রিকেট সে নিয়ে দিন গুনছেন সকলেই। এই অবস্থায় সতীর্থদের মিস করছেন টিম ইন্ডিয়ার তারকা ওপেনার রোহিত শর্মা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


লা লিগার ফেস বুক পেজে অনলাইন চ্যাটে রোহিত শর্মা নানা বিষয় নিয়ে জো মরিসনের সঙ্গে আড্ডায় মেতেছিলেন। ঘরবন্দি রোহিতও টিভি দেখেই সময় কাটাচ্ছেন। পরিবারের সঙ্গেও সময় কাটাচ্ছেন দিব্যি।


 



রোহিত শর্মা বলেন, "বছরের মধ্যে ৩০০ দিন ভারতীয় দলের সঙ্গে কাটাই। সবাই মিলে আমরা একটা পরিবারের মতো। করোনার কারণে এই লকডাউনে ঘরবন্দি হয়ে সেই পরিবারকে খুব মিস করছি। সবার সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করতে চাই। আর দেখা হওয়ার পর প্রথম যেটা আমি করব সেটা হল ব্যাট হাতে যতগুলো পারব বলে হিট করব।"



আরও পড়ুন - ২০০০ সালে মুম্বই টেস্ট আর কোচি ওয়ান ডে- তে গড়াপেটা করেছিল দক্ষিণ আফ্রিকা; অভিযোগ দাখিল দিল্লি পুলিসের