নিজস্ব প্রতিবেদন :  ২০১৯ সালের আইসিসির বর্ষসেরা একদিনের ক্রিকেটারের পুরস্কার জিতে নিলেন রোহিত শর্মা। একদিনের ক্রিকেটে ব্যাট হাতে ২০১৯ সাল দুরন্ত পারফর্ম করেছিলেন হিটম্যান। গতবছর মোট সাতটি শতরান করেন ভারতীয় দলের ওপেনার। যার মধ্যে রোহিত পাঁচটি শতরান করেন ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপে। বিশ্বকাপে রোহিত করেন ৬৪৮ রান। তাঁর ব্যাটিং গড় ছিল ৮১.০০।  একটি বিশ্বকাপে পাঁচটি সেঞ্চুরি করে নজির গড়েন হিটম্যান। 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



অন্যদিকে আইসিসি-র 'স্পিরিট অফ ক্রিকেট অ্যাওয়ার্ড' পেয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে দর্শকদের স্টিভ স্মিথের জন্য চিয়ার করতে বলেছিলেন ভারত অধিনায়ক। সেই ম্যাচে এক বছরের নির্বাসন কাটিয়ে বাইশ গজে ফিরেছিলেন স্মিথ। প্রতিদ্বন্দ্বী ক্রিকেটারের জন্য  এমন সম্মান দেখানোর জন্যই 'স্পিরিট অফ ক্রিকেট' সম্মান পেলেন কোহলি। অবশ্য সম্মান পেয়ে খানিকটা অবাক ভারত অধিনায়ক।


আরও পড়ুন - ভাগ্যের পরিহাস! বিশ্বকাপের দ্রুততম গোলদাতা এখন ট্যাক্সি চালক