জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত ডিসেম্বরের ঘটনা। মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়ে দেয় যে, চব্বিশের আইপিএলে মুম্বইয়ের নেতৃত্বে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। আর অধিনায়ক নন রোহিত শর্মা (Rohit Sharma)। মুম্বইয়ের এই সিদ্ধান্তে নেটপাড়ায় আগুন জ্বলে যায়। রাতারাতি মুম্বইয়ের ইনস্টাগ্রাম ফলোয়ার্স বিরাট সংখ্য়ায় কমে যায়। রোহিতকে সরিয়ে, হার্দিককে অধিনায়কের আসনে বসানোর সিদ্ধান্ত মেনে নিতে পারেননি লক্ষ লক্ষ অনুরাগী। মুম্বইয়ের হেড কোচ মার্ক বাউচার (Mark Boucher) সম্প্রতি এক পডকাস্টে জানিয়েছেন যে, কেন রোহিতকে সরানো হয়েছে দায়িত্ব থেকে। আর এই ভিডিয়োর কমেন্ট সেকশনে এসে বোমা ফাটিয়েছেন রোহিতঘরনী রীতিকা সজদে (Ritika Sajdeh)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Team India: বিশ্বকাপের ঠিক পরেই সিরিজ! ভারত উড়ে যাবে এই দেশে, লড়াই কুড়ি ওভারের



স্ম্যাশ স্পোর্টস পডকাস্টে বাউচার বলেন, 'আমার মনে এটা একেবারেই ক্রিকেটীয় সিদ্ধান্ত। উইন্ডোতে আমরা হার্দিককে প্লেয়ার হিসেবে ফেরত পেতে চেয়েছিলাম। আমার জন্য় এটা একটা বদলের অধ্য়ায়। ভারতে অনেকেই বোঝে না ব্য়াপারগুলো। মানুষ খুব সহজেই আবেগি হয়ে পড়ে। কিন্তু আবেগটা সরিয়ে নিলেই দেখা যাবে সিদ্ধান্তের সঙ্গে পুরোপুরি জড়িয়ে ক্রিকেটে। আমার মনে হয় এর রোহিত এখন ব্য়ক্তি ও খেলোয়াড় হিসেবে নিজের সেরাটাই দিতে পারবে। ও মাঠে নেমে খেলাটা উপভোগ করবে আর ভালো রান করবে। রোহিত অসাধারণ একটা ছেলে। বহু বছর ধরে এই দলকে নেতৃত্ব দিয়েছে। সত্যিই ও দারুণ ভালো করেছে মুম্বই ইন্ডিয়ান্সের জন্য়। এখন রোহিত ভারতেরও নেতা। রোহিত একটা জায়গায় হেঁটে যাচ্ছে আর ক্য়ামেরা ওর দিকে আসতেই ও খুব ব্য়স্ত হয়ে পড়ে। সম্প্রতি ব্য়াট হাতে কয়েক'টি মরসুম ওর ভালো যায়নি। তবে অধিনায়ক হিসেবে ভালো করেছে।' এই পডকাস্টে রীতিকা কমেন্ট করেছেন, 'এখানে অনেক কিছুই ভুল রয়েছে'...!রোহিতঘরনীর এই বক্তব্য়ের পরেই ইন্টারনেটে আগুন জ্বলে গিয়েছে। 
 
আইপিএলের দলবদলের বাজারে মুম্বইয়ের ট্রেডিংয়ে সকলের চোখ কপালে উঠেছিল। তারা ১৫ কোটি টাকারও বেশি অর্থ খরচ করে গুজরাত টাইটান্স থেকে হার্দিককে ফিরিয়েছিল দলে। নীতা আম্বানির ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সিভিসি ক্যাপিটাল পার্টনার্সের নগদ অর্থেই হয় রেকর্ড লেনদেন। ২০১৫ থেকে ২০২১ পর্যন্ত মুম্বইয়ে খেলা হার্দিককে ফিরিয়েই মুম্বই কোথাও বুঝিয়ে দিয়েছিল যে, নেতৃত্বের ব্য়াটন উঠতে চলেছে দেশের নক্ষত্র অলরাউন্ডারের হাতে। আর বাস্তবে ঠিক সেটাই ঘটে। রিকি পন্টিং থেকে রোহিতের হাতে উঠেছিল অধিনায়কত্বের ব্যাটন। রোহিতের নেতৃত্বে মুম্বই পাঁচবার আইপিএল সেরা হয়। এমএস ধোনির সঙ্গে যুগ্মভাবে রোহিত ক্রোড়পতি লিগের সফলতম অধিনায়ক। নেতা হিসেবে রোহিতের সঙ্গে মুম্বইয়ের ১০ বছরের সম্পর্ক শেষ হয়।


আরও পড়ুন: Shubman Gill: ১১ মাস পর টেস্ট সেঞ্চুরি! গিলের উপর কি আশাই ছেড়ে দিয়েছিল দল? দ্রাবিড় খুললেন মুখ


 



 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp)