নিজস্ব প্রতিবেদন:  স্বস্তির সঙ্গে অস্বস্তি! করোনা আতঙ্কের মধ্যেই স্বস্তি রোনাল্ডিনহোর।  ৩২ দিন পর প্যারাগুয়ের জেল থেকে ছাড়া পেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী এই তারকা মিডফিল্ডার। তবে জেল থেকে মুক্তি পেলেও আপাতত হাউস অ্যারেস্ট হিসেবে একটা হোটেলে থাকতে হবে তাঁকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


মার্চ মাসে প্যারাগুয়েতে জাল পাসপোর্ট নিয়ে ধরা পড়েন  কিংবদন্তি ফুটবলার। শাস্তি হিসেবে তাঁকে পাঠিয়ে দেয়া হয় জেল হাজতে। কয়েকদিন আগেই জেলে রোনাল্ডিনহোর ফুটভলি খেলার ছবিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।



অবশেষে ১৩ লক্ষ পাউন্ডের বিনিময়ে শর্তসাপেক্ষে জেল থেকে ছাড়া পেলেন রোনাল্ডিনহো আর তাঁর ভাই। জেল থেকে মুক্তি পেলেও আপাতত হাউস অ্যারেস্ট হিসেবে একটা হোটেলে থাকতে হবে। করোনা আতঙ্কে গোটা পৃথিবী কার্যত লকডাউন । গৃহবন্দি বিশ্বের সব ক্রীড়াবিদরাও। আপাতত হোটেলবন্দি জীবন কাটাতে হবে  কিংবদন্তি ব্রাজিলিয়ান বিশ্বকাপার রোনাল্ডিনহোকে।


আরও পড়ুন - করোনায় আটকে আট অজি ক্রিকেটারের বিয়ে!