ওয়েব ডেস্ক: ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ভক্ত আপনি? তাহলে ফ্রেঞ্চ টিভির জন্য পর্তুগিজ তারকার নতুন বিজ্ঞাপনটি অবশ্যই দেখুন। ইতিমধ্যেই এই বিজ্ঞাপনটি প্রচুর মানুষের ভালো লেগেছে। আর আপনি যদি রোনাল্ডোকে পছন্দ অতটা নাও করেন, তাহলেও ভালো লাগবে। কারণ, বিজ্ঞাপন অনুযায়ী, রোনাল্ডো এখানে ধোঁকাই খেয়েছেন বা ঠকেছেন বলতে পারেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রোনাল্ডো সুন্দরী নারীদের প্রেমে বাস্তব জীবনেও যেমন পড়েন, এই বিজ্ঞাপনেও তেমনই দেখানো হয়েছে। সামনের বাড়ির সুন্দরী মেয়ে দেখে রোনাল্ডো নিজের পোশাক খোলাও শুরু করে দিয়েছিলেন। তাঁর সুঠাম সাস্থ্য দেখিয়ে যাতে সুন্দরীকে আকর্ষিত করা যায়। কিন্তু এরপরেই কাহানিতে ট্যুইস্ট। কী হল, নিজেই দেখে নিন ভিডিওতে।