নিজস্ব প্রতিনিধি : ইংল্যান্ড, স্পেন ঘুরে এবার তিনি ইতালির পথে। নতুন চ্যালেঞ্জ। তাতে কী! চ্যাম্পিয়নরা তো সব সময়ই নতুন চ্যালেঞ্জ নিতে ভালবাসেন। রোনাল্ডোও তাই। জুভেন্তাসে সই করার পর রোনাল্ডোও বলেছেন, নতুন চ্যালেঞ্জ নিয়ে তিনি রোমাঞ্চিত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  'ব্যালন ডি'অর পাবেন?' সাংবাদিকের প্রশ্নের উত্তরে চমকে দিলেন এমবাপে


বিশ্বকাপ এখন তাঁর কাছে অতীত। এবার ক্লাবের লড়াই শুরু। সামনেই ভরা মরশুম। তার উপর নতুন ক্লাব। নতুন পরিবেশ। রোনাল্ডো তার আগে পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে কিছুটা ফুরফুরে থাকার চেষ্টা করছেন। তবে গোটা বিশ্ব কিন্তু তাঁর জুভেন্তাসের সঙ্গে ১০০ মিলিয়ন ইউরোর চুক্তি নিয়ে জল্পনায় মগ্ন। এরই মাঝে কোনও কোনও সংবাদমাধ্যম জানাচ্ছে, ১০০ কোটির থেকেও বেশি অঙ্ক পেতে চলেছেন রোনাল্ডো। আপাতত রোনাল্ডো সেসব নিয়ে চুপ। 


আরও পড়ুন-  ''ফ্রান্সের জয় ফুটবলের লজ্জা''


কিছুদিনের মধ্যে প্রাক-মরশুম শুরু করবে রোনাল্ডোর নতুন ক্লাব জুভেন্তাস। আমেরিকায় প্রাক-মরশুম পর্বে তারা খেলবে বায়ার্ন মিউনিখ, বেনফিকা, এমএলএস অল-স্টারের বিরুদ্ধে। কিন্তু তার মাঝে তারা খেলবে রোনাল্ডোর পুরনো ক্লাব রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে। ৪ আগস্ট হবে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের এই হাইভোল্টেজ ম্যাচ। অর্থাত্, নতুন ক্লাবে সই করে রোনাল্ডোকে প্রায় গোড়াতেই নামতে হচ্ছে পুরনো ক্লাবের বিরুদ্ধে। ওয়াশিংটনের ফেডএক্স স্টেডিয়ামে হবে এই ম্যাচ। ন'বছর পর রিয়ালের জার্সি ছাড়া সমর্থকরা রোনাল্ডোকে দেখবেন। ফলে জুভেন্তাস-রিয়ালের ম্যাচ নিয়ে এখন থেকেই উত্তেজনার পারদ চড়ছে। এর আগে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল জুভেন্তাস-রিয়াল। সেবার ইনজুরি টাইমে রোনাল্ডোর গোলে সেমিফাইনালের টিকিট পাকা করেছিল স্প্যানিশ ক্লাব।