ব্যুরো: ইউরো থেকে বিদায়ের পরই ইংল্যান্ডের কোচের দায়িত্ব ছাড়লেন রয় হজসন। টুর্নামেন্ট শেষ হওয়ার পরই ৬৮ বছর বয়সী হজসনের সঙ্গে চুক্তি শেষ হচ্ছিল FA-র। 


তবে আইসল্যান্ডের কাছে লজ্জাজনক হারের পরই দায়িত্ব ছাড়ার কথা ঘোষণা করেন বর্ষীয়ান এই কোচ। ৫০ বছর আগে ইংল্যান্ড বিশ্বকাপ জিতেছিল। মনে করা হয়েছিল ভার্ডি, কেইন, রুনিদের হাত ধরে দীর্ঘসময় পর এবারের ইউরোয় নজর কাড়া পারফরম্যান্স করবে থ্রি লায়ন্স-রা। উল্টে প্রি কোয়ার্টার থেকেই বিদায় নিতে হল ইংল্যান্ডকে। হজসন দায়িত্ব ছাড়লেও এখনই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাচ্ছেন না ইংল্যান্ড অধিনায়ক ওয়েন রুনি। ম্যান ইউয়ের তারকা স্ট্রাইকার সাফ জানাচ্ছেন দেশের জার্সিতে খেলা চালিয়ে যাবেন তিনি।