ওয়েব ডেস্ক: রোমাঞ্চকর ম্যাচে মাত্র ১ রানে কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন টস জিতে প্রথমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ব্যাট করতে পাঠান কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক মুরলী বিজয়। বিরাট কোহলি আজ তুলনায় কম রান পেলেন। করেছেন ২১ বলে ২০ রান। ২৫ বলে ৪২ রানের ইনিংস খেলেন রাহুল। এবি ডিভলিয়ার্স করেন ৩৫ বলে ৬৪ রান। ওয়াটসন অবশ্য আজ রান পাননি। তিনি আউট হয়ে যান মাত্র ১ রান করে। সচিন বেবি ২৯ বলে ৩৩ রান করেন। সবমিলিয়ে ২০ ওভারে ৬ উইকেটে ১৭৫ রান তোলে আরসিবি। কিংসের হয়ে দুটো করে উইকেট নেন সন্দীপ শর্মা এবং কারিয়াপ্পা। একটি উইকেট নেন অক্ষর প্যাটেল।


জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেন কিংসের দুই ওপেনার হাসিম আমলা এবং মুরলী বিজয়। আমলা করেন ২০ বলে ২১ রান। তিন নম্বরে নেমে ঋদ্ধিমান সাহা অবশ্য এদিন রান পাননি। তিনি করেন ১৩ বলে ১৬ রান। ০ রানে আউট হয়ে যান ডেভিড মিলারও। যদিও হাল ছাড়েননি বর্তমান অধিনায়ক মুরলী বিজয়। তিনি খেলেন ৫৭ বলে ৮৯ রানের ইনিংস। যদিও শেষ রক্ষা করতে পারেননি তিনি। কিংস ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তোলে ১৭৪ রান।