জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সময় এগিয়ে যায়। বদলে যায় ক্লাব। তবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) মধ্যে বদল ঘটার নাম নেই। আর তাই তাঁর সঙ্গে কোচদের লড়াইও থামতে চাইছে না। বরং বেড়েই চলেছে। তাই তো এবার এরিক টেন হ্যাগ (Erik Ten Hag), ফের্নান্দো স্যান্টোসের (Fernando Santos) পর এবার এই তালিকায় জুড়ে গেল রুডি গার্সিয়ার (Rudi Garcia) নাম। এর আগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United), পর্তুগালের (Portugal) হেড কোচ ফের্নান্দো স্যান্টোসের (Fernando Santos) সঙ্গে 'সি আর সেভেন'-এর (CR 7) ঝামেলা লেগেছিল। এবার আল নাসেরের (Al Nassar FC) কোচের সঙ্গে সেই একই ঘটনা সামনে এল। সূত্রের খবর, সৌদি আরবের (Saudi Arabia) এই দলের কোচের স্ট্রাটেজির সঙ্গে নাকি মানিয়ে নিতে পারছেন না পর্তুগালের মহাতারকা। আর তাই রোনাল্ডোর মন রাখতে প্রায় বাধ্য হয়েই, নতুন কোচের খোঁজে আল নাসেরের কর্তারা। শোনা যাচ্ছে নতুন কোচের তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছেন অভিজ্ঞ জোস মোরিনহো (Jose Mourinho)। তাঁর সঙ্গে নাকি ইতমধ্যেই কথা বলে রেখেছেন আল নাসেরের কর্তারা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শোনা যাচ্ছে স্প্যানিশ কোচের অধীনে তেমন ভালো পারফরম্যান্স করতে পারছে না আল নাসের। এতে নাকি রোনাল্ডো ও দলের কয়েকজন ফুটবলারদের সঙ্গে কোচের ঠোকাঠুকি বেড়েছে। সূত্রের খবর, রোনাল্ডোর নেতৃত্বে কয়েক জন সিনিয়র ফুটবলর নাকি কোচের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছেন! দলের খারাপ ফলের জন‌্য রোনাল্ডো নাকি কোচের পরিকল্পনার দিকেই আঙুল তুলেছেন। 



আরও পড়ুন: খ্যাতির বিড়ম্বনা! চুরি গেল বিশ্বের এক নম্বর খেলোয়াড়ের অন্তর্বাস


আরও পড়ুন: Lionel Messi: বড় সমস্যা থেকে বাঁচলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক! কিন্তু কীভাবে?


আর তাই বাধ্য হয়ে বিকল্প খুঁজতে হচ্ছে আল নাসের কর্তাদের। শোনা যাচ্ছে গার্সিয়াকে আর এক ম্যাচ সময় দেওয়া হয়েছে, নিজের চাকরি বাঁচানোর জন্য। তাতে যদি তিনি চাকরি বাঁচিয়ে উঠতে পারেন তাহলে এই যাত্রায় তাঁর চাকরি বেঁচে যাবে। নাহলে তাঁর বিকল্প হিসাবে ইউরোপের কোনও হেভিওয়েট কোচকে নিয়ে আসতে পারে সৌদি আরবের এই প্রথম সারির ক্লাব। স্প‌্যানিশ সংবাদমাধ‌্যম সূত্রে খবর, আল নাসেরের কর্তারা নাকি নতুন কোচ হিসাবে জোস মোরিনহোর সঙ্গে কথা বলেছেন। তাঁকে বিশাল অঙ্কের প্রস্তাব দেওয়া হয়েছে। আর রোনাল্ডোও কোচ হিসাবে তাঁকেই চাইছেন। যদিও 'দ্য স্পেশ্যাল ওয়ান' এখন রোমার কোচিং করাচ্ছেন, আদৌ নিজের ক্লাব ছেড়ে যাবেন কিনা সেটা নিয়েই এই মুহূর্তে আলোচনা তুঙ্গে। 


কোচের সঙ্গে রোনাল্ডোর মনোমালিন‌্য নতুন নয়। এর আগে ম‌্যাঞ্চেস্টার ইউনাইটেডে এরিক টেন হাগের সঙ্গে সমস‌্যা তৈরি হয়েছিল রোনাল্ডোর। বিশ্বকাপ চলাকালীন পর্তুগালের তৎকালীন কোচ ফার্নান্দো স্যান্টোসের সঙ্গেও রোনাল্ডোর বিবাদ নিয়ে লেখালেখি হয়েছে। নতুন ক্লাবে যোগদানের পর সেই পুরনো বিতর্ক।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)