আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বাংলাদেশী মহিলা হিসেবে হ্যাটট্রিক রুমানার
ছেলেদের পর এবার আন্তর্জাতিক বাংলাদেশের মেয়েদেরও দারুণ সাফল্য। বাংলাদেশের প্রথম মহিলা হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাটট্রিক করলেন রুমানা আহমেদ। প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিক করেছিলেন শাহাদাত হোসেন (২০০৬ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে)।
ওয়েব ডেস্ক: ছেলেদের পর এবার আন্তর্জাতিক বাংলাদেশের মেয়েদেরও দারুণ সাফল্য। বাংলাদেশের প্রথম মহিলা হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাটট্রিক করলেন রুমানা আহমেদ। প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিক করেছিলেন শাহাদাত হোসেন (২০০৬ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে)।
আরও পড়ুন- ওয়ানডেতে বছরের প্রথম হ্যাটট্রিক ইনি
বেলফাস্টে লেগ স্পিনার রুমানার সৌজন্যে লো স্কোরিং ম্যাচে ১০ রানে জিতল বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ ১-০ জিতে নিল বাংলাদেশের মেয়েরা। প্রথম দুটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়।
প্রথমে ব্যাট করে বাংলাদেশ মাত্র ১০৬ রানে অল আউট হয়ে যায়। একমাত্র বলার মত রান করেন সানজিদা ইসলাম (৩৩)। জবাবে নাটকীয় কায়দায় আইরিশ মেয়েরা শেষ হয়ে যায় ৯৬ রানে।