নিজস্ব প্রতিবেদন: নির্বাসন কাটিয়ে জাতীয় দলে ফিরছেন আন্দ্রে রাসেল। ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের ঘোষিত দলে নাম রয়েছে এই 'খুনে মেজাজের' ব্যাটসম্যানের। ১৩ জনের ঘোষিত দলে রাসেলের সঙ্গেই নাম রয়েছে অ্যাশলে নার্সেরও। পাক সিরিজে দলে না থাকা মার্লন স্যামুয়েলসও ফিরছেন উইন্ডিজ দলে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  নাইটদের সাবাসি, শাহরুখকে অভিনন্দন মমতার


উল্লেখ্য, ২০১৬ সালে ডোপিংকাণ্ডে দোষী সাব্যস্ত হয়ে ২ বছর আন্তর্জাতিক ক্রিকেট সার্কিটের বাইরে ছিলেন আন্দ্রে রাসেল। এবার সেই নির্বাসন কাটিয়ে জাতীয় দলে ফিরছেন তিনি। বিশ্ব একাদশের বিরুদ্ধে আয়োজিত একটি টি-টোয়েন্টি ম্যাচে জাতীয় দলের জার্সিতে মাঠে নামবেন আন্দ্রে রাসেল। ৩১ মে লর্ডসে হবে সেই ম্যাচ। ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড জানিয়েছে এই চ্যারিটি ম্যাচে উইন্ডিজের নেতৃত্বে থাকবেন টি-টোয়েন্টি বিশ্বকাপের নায়ক কার্লস ব্র্যাথওয়েট। 


আরও পড়ুন- সুপার কাপের সেমিতে বাগানের হার, ফাইনালে সুনীলরা