নিজস্ব প্রতিবেদন: ক্রীড়া ইতিহাসে নজিরবিহীন ঘটনা। আগামী বছর শীতকালীন অলিম্পিকে রাশিয়ার যোগ দেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হল। লাগাতার উঠতে থাকা ডোপিংয়ের অভিযোগ নিয়ে বিতর্ক ছিলই। এরপরই এমন কড়া সিদ্ধান্ত আন্তর্জাতিক অলিম্পিক কমিটির।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- পাশ করেও 'ফেল' যুবরাজ! শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে নতুনদের সুযোগ


ফেব্রুয়ারিতে দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাংয়ে শীতকালীন অলিম্পিকের আসর বসতে চলেছে। সেখানে রাশিয়ান ফ্ল্যাগ নিয়ে কাউকে নামতে দেওয়া হবে না এবং দেশের কোনও ক্রীড়া কর্তাও অংশ নিতে পারবেন না। তবে খানিকটা সুর নরম করে আইওসি-র তরফে এও জানানো হয়েছে, ব্যক্তিগত স্তরে কোনও অ্যাথলিট ডোপিং টেস্ট পাস করে যোগ দিতে পারেন। সেক্ষেত্রে তাঁকে কোনও নিরপেক্ষ ঝাণ্ডা নিয়ে নামতে হবে। রাশিয়ার ইউনিফর্ম, ফ্ল্যাগ কিংবা জাতীয় সঙ্গীত কোনওকিছুই অলিম্পিকের অংশ হবে না। কঠোর শাস্তির খাড়া নেমেছে রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী তথা প্রাক্তন ক্রীড়ামন্ত্রী ভিটালি মাটকোর ওপরও। জীবনে আর কোনও অলিম্পিক ক্রীড়াযজ্ঞের অংশ হতে পারবেন না তিনি। ক্ষুব্ধ মস্কোর হুঁশিয়ারি, এমন সিদ্ধান্ত কার্যকর হলে অলিম্পিক বয়কট করবে রাশিয়া। নিরপেক্ষ পতাকার তলায় দেশের কোনও খেলোয়াড় অংশ নেবেন না। রাশিয়াকে অপদস্থ করতে এটি পশ্চিমি দুনিয়ার ষড়যন্ত্র বলেও অভিযোগ তাঁদের।


আরও পড়ুন- দিল্লি দূষণ: লঙ্কা মুখ ঢাকল মাস্কে! ড্রেসিংরুমে বমি লকমল, ধনঞ্জয়ের