নিজস্ব প্রতিবেদন: বিশ্বকাপে নেই রাশিয়া। তাতে কি? বিশ্বকাপের উন্মাদনায় ঘাটতি পড়েনি রাশিয়ার মানুষদের মধ্যে। বিশ্বকাপে চেরিশেভদের পারফরম্যান্সে গর্বিত সেদেশের মানুষ। তাঁদের দেশ ছিটকে যাওয়ার পর এবার রাশিয়ার মানুষ চান, ইংল্যান্ড বিশ্বকাপ জিতুক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- রাতের 'সাদা আলোয়' ঝলমলে রাশিয়ার বিশ্বকাপ


দুরন্ত লড়াই করেও বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে রাশিয়া। সেমিফাইনালেও উঠতে না পারলেও দেশবাসীর কাছে বীরের সন্মান পাচ্ছেন চেরিশেভরা। তাদের লড়াকু মানসিকতাকে কুর্নিশ জানাচ্ছেন রাশিয়ানরা। বিশ্বকাপে নেই তাদের দেশ। কিন্তু উন্মাদনা বা উচ্ছ্বাসে কোন  ঘাটতি রাখতে চান  না  রাশিয়ার মানুষ। তবে লড়াইয়ে তাদের দেশ না থাকায় অধিকাংশ রাশিয়ানদের  সমর্থন যাচ্ছে ইংল্যান্ডের দিকে।  


আরও পড়ুন- কে জিতবেন গোল্ডেন বুট? লড়াইয়ে হ্যারি কেন-লুকাকু


রাশিয়ানরা মনে করছে চেরিশেভরা তাদের প্রত্যাশার বেশি সাফল্য দিয়েছে। তাই বিশ্বকাপ উত্সব চলছে চলবেই।


আরও পড়ুন- ফার্নান্দিনহোকে খুনের হুমকি!