নিজস্ব প্রতিবেদন: চোট নিয়ে উদ্বেগ ছিল। কিন্তু নেইমার মাঠে ফিরেই ঝলক দেখালেন। আর তাতেই খুশ ব্রাজিল সমর্থকরা। মুখে নেইমার বলছেন তিনি এখনও পুরো ফিট নন। কিন্তু ব্রাজিলীয় তারকাকে নিয়ে আশায় বুক বাঁধছেন সমর্থকরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- রাশিয়া বিশ্বকাপের সূচি


তিনমাস পর মাঠে ফিরেই মেজাজে পাওয়া গেছে নেইমারকে। চোট কাটিয়ে নেমে গোলও পেয়েছেন ব্রাজিলীয় তারকা। নেইমারের ফর্ম চিন্তা কমিয়েছে টিটের। তবে নেইমার নিজে বলছেন তিনি এখনও ১০০% ফিট নন। নিজেকে ৮০% ফিট দাবি করছেন সাম্বা তারকা। নেইমারের চোট নিয়ে ব্রাজিল শিবিরে ক্রমশ উদ্বেগ বাড়ছিল। মাঝে একদিন অনুশীলনও করেননি নেইমার। রবিবার তাই তার দলের সেরা তারকাকে শুরু থেকে খেলাননি ব্রাজিল কোচ। 


আরও পড়ুন- ফ্রেঞ্চ ওপেন: শারাপোভার বিরুদ্ধে কোর্টে নামার এক মিনিট আগে নাম তুলে নিলেম সেরেনা


দ্বিতীয়ার্ধে মাঠে নেমে নেইমার বুঝিয়ে দেন তিনমাস না খেললেও তার ছন্দে এতটুকু মরচে পরেনি। আর নেইমারের দুরন্ত গোল দেখার পর এখন থেকেই আশায় বুক বাঁধতে শুরু করেছেন তার ভক্তরা। বিশ্বকাপ শুরু হতে এখনও বেশ কিছুটা সময় বাকি। তাই তাড়াহুড়ো করতে চাইছেন না নেইমার। ধীরে ধীরে পিকে পৌছতে চাইছেন তিনি। তবে মাঠে ফিরে আর কামব্যাক ম্যাচেই গোল করে তিনি খুশি, সেটা লুকোচ্ছেন না ব্রাজিল ফুটবলের নয়া সেনসেশন।