নিজস্ব প্রতিবেদন: নেইমারকে আটকাতে টোটকা ফাউল। সুইত্জারল্যান্ড ম্যাচে নেইমারকে দশবার ফাউল করা হয়। ফলে খেলার ছন্দ নষ্ট হয়ে যায় নেইমারের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাশিয়ায় গোলবাজি- বিশ্বকাপে না খেলেই দল থেকে বাদ পড়লেন এই ফুটবলার


তিনি যে পুরো ফিট নন, তা জানা ছিল সবার। সাড়ে তিন মাস পর রবিবার আন্তর্জাতিক ফুটবলে কামব্যাক হয়েছিল নেইমারের। ব্রাজিলের ওয়ান্ডার বয়কেই টার্গেট করেছিলেন সুইস ডিফেন্ডাররা। একের পর এক ফাউল করে নেইমারের খেলার ছন্দ নষ্ট করে দেয় সুইজারল্যান্ড।


রাশিয়ায় গোলবাজি- নেইমারের প্রেমিকার শরীরে আঁকিবুকি করছে ‘অচেনা’ হাত! ভিডিও ভাইরাল


পরিসংখ্যান বলছে রবিবার গোটা ম্যাচে নেইমারকে দশবার ফাউল করে ইউরোপীয় দলটির ডিফেন্ডাররা। বিশ্বকাপে একটা ম্যাচে এর চেয়ে বেশি ফাউল করা হয়েছে একমাত্র অ্যালান সিয়ারারকেই। সুইস ডিফেন্ডারদের মারের চোটে এমন অবস্থা হয় যে নেইমারের মোজা অবধি ছিঁড়ে যায়। পরের ম্যাচগুলোতেও নেইমারকে টার্গেট করবে প্রতিপক্ষ দলগুলো। সেখান থেকে দলের সেরা তারকাকে বের করার স্ট্র্যাটেজি বের করাই এখন চ্যালেঞ্জ টিটের।