ওয়েব ডেস্ক : আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা। বৃষ্টি হোক অথবা না হোক। ঝড় উঠুক অথবা না উঠুক, আজ ইডেনে ভরা বসন্ত। কারণ, ভারত-পাকিস্তান দু দলের ক্রিকেটাররা ছাড়াও চাঁদের হাট বসতে চলেছে ইডেনে। কে থাকবেন না সেখানে! একঝাঁক তারকা।


সচিন তেন্ডুলকর, অমিতাভ বচ্চন, মুকেশ আম্বানি, নীতা আম্বানি সবাই একসঙ্গে আসবেন কলকাতায়। দমদম বিমানবন্দরে তাঁদের নামার কথা ঠিক বিকেল ৫ টায়। সেখান থেকেই ভারত-পাকিস্তান খেলা দেখতে মাঠে যাবেন তাঁরা। অমিতাভ বচ্চনের গলায় জাতীয় সঙ্গীত শোনার জন্য এখন থেকেই ফুটছে গোটা শহর কলকাতা।