ওয়েব ডেস্ক: শুভ জন্মদিন সচিন তেন্ডুলকর। মাস্টার ব্লাস্টারের ৪২তম জন্মদিন ঘিরে সোশ্যাল মিডিয়ায় উন্মাদনা তুঙ্গে। টুইটার থেকে ফেসবুক। সর্বত্র সচিনকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন তাঁর ভক্তরা। সেই তালিকায় আছেন বলিউড তারকা থেকে ক্রিকেটাররাও। সচিনকে নিয়ে নানা অজানা কথা তো অনেকসময়ই শোনেন। বাইশ গজে সচিনের কীর্তি এত বেশি যে তাঁর জানা-অজানা তথ্যের তালিকা দিলে শেষ হওয়ার নয়। ক্রিকেট মাঠে তাঁর কীর্তির জন্য তিনি ভগবানের অ্যাখাও পেয়েছেন। আচ্ছা, জানতে ইচ্ছা করে না ক্রিকেট ভগবানের আর্বিভাবের কথা!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আজ সচিনের জন্মদিনে শুনুন ১৯৭৩ সালের ২৪ এপ্রিলের একটা দুপুরের কথা। গর্ভ যন্ত্রণা নিয়ে শিবাজি পার্কের, রানাডে রোডের নির্মলা নার্সিং হোমে ভর্তি হলেন রজনি নামের এক মহিলা। দুপুর ১টায় তিনি সন্তানের জন্ম দিলেন। সন্তানের ওজন হল ২.৮৫ কেজি। হ্যাঁ, তিনিই আমাদের সচিন তেন্ডুলকর।


কী তা হলে সচিনের জীবন নিয়ে অজানা এক জিনিসের কথা জানলেন, তাই তো।