ওয়েব ডেস্ক: নিজের ব্যাটিংয়ের উন্নতির জন্য কেরিয়ারের শুরুর দিকে সচিন তেন্ডুলকরকে দেখে ব্যাটিং স্টাইলে পরিবর্তন এনেছিলেন বীরেন্দ্র সেওয়াগ। সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এখন বয়স ৩৭। কিন্তু ক্রিকেট নিয়ে কথা তো তাঁকে বলতেই হয়। সেই ব্যাপারেই কথা বলতে গিয়ে বীরু বলেছেন, 'আমি যখন বেড়ে উঠছিলাম, সেই সময় অনেক ১০-১২ ওভারের ম্যাচ খেলতাম। মিডল অর্ডারে ব্যাট করতে হতো আমাকে। খেলার জন্য বড়জোর ১০টা বলই পেতাম। তাতেই যত বেশি রানের চেষ্টা করতে হতো। সুতরাং, মারকুটে ব্যাটিং করাটা আমি রপ্ত করে ফেলেছিলাম ছোট থেকেই। কিন্তু আমি যখন ভারতীয় দলে সূযোগ পেলাম, তখন আমার আদর্শ সচিন তেন্ডুলকরকে দেখে ব্যাটিংয়ে সামান্য পরিবর্তন এনেছিলাম। ব্যাকলিফটটা একটু বদলে ফেলেছিলাম। তারপর থেকে নিজের কায়দাতেই ব্যাট করেছি।'