কোচির ফুটবল মাঠ থেকে সরল ক্রিকেট!
বোর্ডের প্রশাসনিক কমিটির প্রধান বিনোদ রাইকে গোটা বিষয়টি জানান সচিন। তারপরই বিসিসিআই কোচি থেকে ম্যাচ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়।
নিজস্ব প্রতিবেদন: সৌরভ গাঙ্গুলি, সচিন তেন্ডুলকরের জোরালো সওয়ালে ফুটবল মাঠ থেকে সরল ক্রিকেট। তাঁদের অনুরোধে শেষ পর্যন্ত কোচি থেকে ভারত-ওয়েস্ট ইন্ডিজ একদিনের ম্যাচ সরিয়ে নিল বিসিসিআই। কোচির পরিবর্তে তিরুবন্তপুরমে হবে এই ম্যাচ।
আরও পড়ুন- আইপিএল উদ্বোধনীতে থাকছেন না বিরাট সহ আরও ৫ অধিনায়ক
বোর্ডের ফিক্সচার কমিটি ঠিক করেছিল অনূর্ধ্ব বিশ্বকাপ ফুটবলের জন্য আধুনিক পরিকাঠামোয় তৈরি জহরলাল নেহরু স্টেডিয়ামে হবে এই ম্যাচ। আইএসএলের দল কেরালা ব্লাস্টার্সেরও হোম গ্রাউন্ড এই নেহরু স্টেডিয়াম। সচিন, সৌরভরা শুরু থেকেই এর প্রতিবাদ করেন। কারণ এই মাঠে ক্রিকেট পিচ করা হলে ক্ষতি হবে ফুটবল মাঠের। তাই ম্যাচ সরানোর দাবি জানান সচিনরা। বোর্ডের প্রশাসনিক কমিটির প্রধান বিনোদ রাইকে গোটা বিষয়টি জানান সচিন। তারপরই বিসিসিআই কোচি থেকে ম্যাচ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়।