জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC Women U19 T20 World Cup 2023) জিতে ইতিহাস লিখেছে ভারত। শেফালি ভার্মা (Shafali Verma), তিতাস সাধুদের (Titas Sadhu) সৌজন্যে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Womens Under 19 Cricket Team) গোটা দেশকে গর্বিত করেছে। বুধবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium, Ahmedabad) ভারত-নিউজিল্যান্ড চলতি তিন ম্যাচের টি-২০ সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচ হচ্ছে। আর তার আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হল শেফালিদের। 'ক্রিকেট ঈশ্বর' সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) বোর্ডের পক্ষ থেকে শেফালির হাতে পাঁচ কোটি টাকার চেক তুলে দিলেন। সচিন ছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে বিসিসিআই সভাপতি রজার বিনি (Roger Binny), সচিব জয় শাহ ও  সহ সভাপতি রাজীব শুক্লা (Rajiv Shukla) ছিলেন মঞ্চে। এদিন শেফালিদের তাতাতে আগুনে বক্তব্য রাখলেন সচিন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আধুনিক ক্রিকেটের ডন মাইক্রোফোন হাতে বলেন, 'এই বিশ্বকাপ জিতে দেশের অল্প বয়সী মেয়েদের তোমরা স্বপ্ন দেখালে। তারা দেশের হয়ে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখবে। মেয়েদের যে, আইপিএল শুরু হচ্ছে, তা বিরাট কিছুর ইঙ্গিত। আমি সাম্যে বিশ্বাস করী। পুরুষ এবং মহিলাদের মধ্যে, তা শুধু স্পোর্টসেই নয়, সর্বত্র সমান সুযোগ থাকবে।'ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পর টুইটে সচিন শুভেচ্ছা জানিয়েছিলেন। মাস্টার ব্লাস্টার লিখেছিলেন, 'ভারতীয় মহিলা ক্রিকেটের ক্রমেই উত্তরণ ঘটছে। প্রথমে উইমেন্স প্রিমিয়ার লিগের ঘোষণা, তারপরই অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারতের মহিলা দল। বিশ্বকাপ জয়ের জন্য গোটা দলকে অভিনন্দন জানাচ্ছি। এই খেলার প্রতি পুরো প্রজন্মকে আকৃষ্ট করবে এই সাফল্য।' 



সেমি ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দাপট দেখিয়েছিল ভারতের বোলাররা। এবারও সেই একই দাপট বজায় ছিল। ১৭.১ ওভারে ৬৮ রানেই শেষ হয়ে যায় ইংল্যান্ড। বঙ্গ তনয়া তিতাস সাধু মাত্র ৬ রানে ২ উইকেট নিয়েছিলেন। চুঁচুড়ার তিতাসকে পেস ও সুইংকে যোগ্য সঙ্গত দেন অফ স্পিনার অর্চনা দেবী। দুই বোলারের দাপটেই ব্রিটিশদের টপ অর্ডার ধসে যায়। অর্চনা নিয়েছিলেন ১৭ রানে ২ উইকেট। ভালো বল করেছিলেন পার্শ্ববী চোপড়াও। ১৩ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন তিনি। জবাবে ব্যাট করতে নেমে সাত উইকেটে ম্যাচ জিতে যায় ভারতের প্রমীলাবাহিনী। অধিনায়ক শেফালি এবং গত ম্যাচে ৪৫ বলে ৬১ রান করা শ্বেতা শেরাওয়াত দ্রুত আউট হন। তবে তাতে কি! তৃতীয় উইকেটে ৪৬ রান যোগ করে ভারতকে ম্যাচ জিতিয়ে দেন সৌম্যা তিওয়ারি ও গোঙ্গাডি তৃষা। ফলে ১৪ ওভারে ৩ উইকেটে ৬৯ রান তুলে ম্যাচ জিতে যায় ভারত। সৌম্যা ৩৭ বলে ২৪ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছিলেন। গোঙ্গাডি ২৯ বলে ২৪ রানে আউট হন। ফলে প্রথমবারের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি মহিলা বিশ্বকাপে বিশ্বজয়ী হয়েছিল ভারতীয় দল। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)