ব্রডের ৫০০ উইকেট; মাস্টার ব্লাস্টারের টুইটে মন ছুঁয়ে গেল
ব্রডের এই কীর্তিতে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর।
নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবারই ম্যাঞ্চেস্টারে মাইলস্টোন স্পর্শ করেছেন ব্রিটিশ পেসার স্টুয়ার্ট ব্রড। ১৪০ তম টেস্টে এই নজির গড়েন তিনি। বিশ্বের সপ্তম বোলার হিসেবে ৫০০ উইকেটের এলিট ক্লাবে ঢুকে পড়েছেন স্টুয়ার্ট ব্রড। ইতিমধ্যেই প্রশাংসার বন্যায় ভাসছেন তিনি। তবে মাস্টার ব্লাস্টারের টুইটে মন ছুঁয়ে গেল।
মঙ্গলবার ওল্ড ট্র্যাফোর্ডে ওয়েস্ট ইন্ডিজের ক্রেগ ব্রেথওয়েটকে এলবিডব্লিউ আউট করতেই টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করেন ব্রড। জেমস অ্যান্ডারসনের পর ইংল্যান্ডের দ্বিতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁলেন তিনি।
ব্রডের এই কীর্তিতে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। সিরিজ জয়ের জন্য ইংল্যান্ড দলকে শুভেচ্ছা জানিয়ে সচিন লিখেছেন, "দুরন্ত সিরিজ জয়ের জন্য ইংল্যান্ড দলকে অভিনন্দন। আগেও যেমন বলেছি স্টুয়ার্ট ব্রড একটা মিশনে বেরিয়েছিল... ৫০০ টেস্ট উইকেটের জন্য তাঁকে শুভেচ্ছা। দুরন্ত অ্যাচিভমেন্ট! "
আরও পড়ুন- গর্বের ২৯শে জুলাই! নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে জ্বলজ্বল করল মোহনবাগান