নিজস্ব প্রতিবেদন :  আইসিসি-র বছরের সেরা তিনটি পুরস্কারই জিতে নিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। একই বছরে তিনটে পুরস্কার-সত্যিই ইতিহাস। আইসিসি- বিচারে বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন বিরাট কোহলি। টেস্ট ও একদিনের ক্রিকেটেও বর্ষসেরা ক্রিকেটার সেই বিরাটই। কোহলির ভূয়সী প্রশংসায় এবার মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - আপনিও কি ভারতীয় দলের হয়ে খেলছেন? প্রবল কটাক্ষের মুখে অনুষ্কা


আইসিসির ইতিহাসে কোহলিই প্রথম ক্রিকেটার যাঁর হাতে একই বছরে তিনটি সেরার পুরস্কার উঠল। ২০১৮ সালে ১৩টি টেস্টে পাঁচটি সেঞ্চুরিসহ‌ ১৩২২ রান করেছিলেন বিরাট কোহলি। ১৪টি একদিনের ম্যাচে ছ'টি সেঞ্চুরি করেছেন। রান ১২০২। গড় ১৩৩.৫৫। ১০টি টি-২০ খেলে বিরাট করেছেন ২১১ রান। আইসিসির সেরা তিন বর্ষসেরা পুরস্কারই বিরাটের ঝুলিতে।



বিরাটের সাফল্য উচ্ছ্বসিত মাস্টার ব্লাস্টার টুইট করে লিখেছেন, "কঠিন পরিশ্রম ও অধ্যাবসায়ের পুরস্কার। আইসিসি পুরস্কারের হ্যাটট্রিকের জন্য অভিনন্দন। তোমার এই সাফল্যে খুবই গর্বিত।"