নিজস্ব প্রতিবেদন : আন্তর্জাতিক নারী দিবস এই কথাগুলো বলার আদর্শ দিন। এমন দিনেই নারীদের কুর্ণিশ জানানো যায়। আর সচিন তেন্ডুলকর সেই সুযোগ হাতছাড়া করলেন না। তাঁর জীবন বদলে দিয়েছেন যে নারীরা তাঁদের কথা এক ভিডিয়ো বার্তায় বললেন সচিন। ছোটবেলা থেকে সেই নারীরা কীভাবে তাঁর জীবন বদলে দিয়েছেন সেটাই বললেন মাস্টার ব্লাস্টার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সেই পাঁচজন নারী কারা! মা, কাকীমা, স্ত্রী, মেয়ে ও শ্বাশুড়ির কথা বললেন সচিন। তাঁর সাফল্যের পিছনে এই পাঁচ নারীর অসামান্য অবদান রয়েছে বলে জানিয়েছেন সচিন। মায়ের পর কাকীমাকেই তাঁর আরেক মা বলে ব্যাখ্যা করেছেন সচিন। মা রজনী তেন্ডুলকরের পর কাকীমা মঙ্গলা তেন্ডুলকর তাঁকে সন্তানের মতোই আগলে রেখেছিলেন। স্কুলে পড়ার সময় সচিন বছর চারেক তাঁর কাকীমার বাড়িতে থেকেছেন। সেই সময় বাড়ি থেকে অনেকটা দূরে সচিন ক্রিকেট প্র্যাকটিস করতে যেতেন। আর প্র্যাকটিস শেষে তখন কাকীমার বাড়িতে চলে যেতেন সচিন।


আরও পড়ুন-  ভারতীয় বোলারদের অতিষ্ঠ করে দিলেন বউ হিলি, বর স্টার্ক দেখলেন বসে বসে



স্ত্রী অঞ্জলি ও মেয়ে সারার অবদানের কথাও বললেন সচিন। আর বললেন শ্বাশুড়ির কথা। সচিন বললেন, তাঁর সবরকম সিদ্ধান্তে সব সময় সমর্থন জানিয়েছেন অঞ্জলির মা-বাবা।