নিজস্ব প্রতিবেদন: ক্রিকেট কেরিয়ারে যেমন বাইশ গজ মাতিয়ে রাখতেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। তেমন অবসরের পরেও সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত চার-ছক্কা হাঁকিয়ে ফ্যানেদের মন ছুঁয়ে নিচ্ছেন 'আধুনিক ক্রিকেটের ঈশ্বর'। এবার ১০০ সেঞ্চুরির মালিকের মন কেড়ে নিয়েছে এক সারমেয়।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: মনে হচ্ছে পাকিস্তানেই খেলছি, গ্যালারিতে বাংলাদেশিদের পাক-সমর্থনে অভিভূত Rizwan


সচিন ট্যুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন, সেখানে দেখা যাচ্ছে যে, ভারতের কোনও এক গ্রাম্য রাস্তায় ক্রিকেট খেলছে দুই খুদে। আর তাদের সঙ্গী এক পথকুকুর। সে কুকুরের কাণ্ড কারখানা দেখার মতো। কখনও উইকেট-কিপারের জায়গায় দাঁড়িয়ে সে বল ধরে নিচ্ছে, আবার কখনও বল ধরার জন্য গোটা চত্বর জুড়ে ফিল্ডিং করছে।


এই ভিডিও পোস্টের সঙ্গেই সচিন লেখেন, "এক বন্ধুর থেকে এই ভিডিও পেলাম। আমি অবশ্যই বলব এমন ক্যাচ ধরার ক্ষীপ্রতা উইকেট-কিপারদের মধ্যেই দেখা যায়। শুধু তাই নয়, ফিল্ডার এবং অলরাউন্ডাররাও এরকম হয়। কিন্তু এটা আমি কী বলব!" সচিনের এই ভিডিও ৬০ হাজারের ওপর লাইক হয়েছে ট্যুইটারে, রিট্যুইট হয়েছে ৮ হাজারের ওপর (প্রতিবেদন লেখার সময় পর্যন্ত)। 


বাইশ গজের আঙিনায় সচিনকে শেষবার দেখা গিয়েছিল আইপিএলে। মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) মেন্টর ও দলের আইকন তিনি। রোহিত শর্মাদের সঙ্গে ছিলেন সংযুক্ত আরব আমিরশাহীতে। আইপিএলের দ্বিতীয় পর্ব শুরুর দিন দুয়েক আগেই মরুদেশে চলে এসেছিলেন সচিন। খেলা ছাড়ার পরেও সচিন খেলা নিয়েই জুড়ে থাকার চেষ্টা করেন।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)