নিজস্ব প্রতিবেদন : অস্ট্রেলিয়া বুশফায়ার চ্যারিটি ম্যাচে খেলেছিলেন তিনি। যদিও তাঁর খেলার কথা ছিল না। ওই ম্যাচের জন্য রিকি পন্টিংয়ের দলের কোচ হিসাবে ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত ক্রিকেটার এলিস পেরির অনুরোধে এক ওভার ব্যাটিং করতে নামেন সচিন তেন্ডুলকর। মাস্টার ব্লাস্টারকে ব্যাটিং করতে দেখে ফের রোমাঞ্চিত হয়েছিলেন ক্রিকেট সমর্থকরা। ২০১৩ সালে ক্রিকেট থেকে অবসর নেন সচিন। তার পর সচিন ভক্তদের হা-হুতাশ রয়েছে। প্রিয় ক্রিকেটারকে ব্যাটিং করতে দেখতে পান না তাঁরা। আর সেই আক্ষেপ যাওয়ার নয়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সচিন তেন্ডুলকর আরও একবার অবসর ভেঙে ফিরছেন। আর এবার খেলবেন দেশের মাটিতে। তাও আবার ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারার দলের বিরুদ্ধে। ৭ মার্চ মুম্বইতে খেলতে নামবেন সচিন। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচ হবে। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ম্যাচ এটি। এই সিরিজে মোট এগারোটি ম্যাচ হবে। চারটি ম্যাচ হবে নবি মুম্বইয়ের ডি ওয়াই প্য়াটেল স্টেডিয়ামে। ফাইনাল হবে ব্রেবোর্ন স্টেডিয়ামে। পুণেতে হবে একটি ম্যাচ। বাকি ম্যাচগুলি মুম্বইয়ের ওয়াংখেড়েতে আয়োজন করা হবে। ২০ মার্চ ভারতীয় ক্রিকেটের কিংবদন্তিরা খেলবেন অস্ট্রেলিয়ান লেজেন্ডসদের বিরুদ্ধে। 


আরও পড়ুন-  হ্যান্সি ক্রোনিয়েকে ফাঁসানো জুয়াড়িকে দেশে ফেরাল দিল্লি পুলিস, শাস্তি হবে!


২২ মার্চ সন্ধ্যে সাতটায় ফাইনাল ম্যাচ হবে। এই সিরিজের সব ম্যাচই অবশ্য হবে সন্ধ্যে সাতটা থেকে। ম্যাচের সময় ধারাভাষ্যকার হিসাবে থাকবেন সুনীল গাওয়াস্কার। বীরেন্দ্র শেহবাগ, যুবরাজ সিং, জাহির খানের মতো প্রাক্তনরা খেলবেন। বিদেশি ক্রিকেটারদের মধ্যেও থাকবেন একাধিক তারকা।