রোম্যান্টিক কাপল বিরুষ্কাকে নতুন জীবনের শুভকামনা সচিন তেন্ডুলকরের
এতদিন ধরে যে বিয়ের আলোচনা সব জায়গায় হচ্ছিল, অবশেষে সব জল্পনা-কল্পনায় জল ঢেলে দিয়ে বিয়েটা সেরেই ফেলেছেন বিরাট-অনুষ্কা।
নিজস্ব প্রতিবেদন: অবশেষে সমস্ত প্রতীক্ষা এবং জল্পনার অবসান। এতদিন ধরে যে বিয়ের আলোচনা সব জায়গায় হচ্ছিল, অবশেষে সব জল্পনা-কল্পনায় জল ঢেলে দিয়ে বিয়েটা সেরেই ফেলেছেন বিরাট-অনুষ্কা। তবে, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক যে এতটা গোপনীয়তার সঙ্গে মনের মানুষের সঙ্গে ঘর বাঁধবেন, তা বোধহয় তাঁর প্রিয়জনরাও ভাবতে পারেননি।
ভক্তরা তো কবেই বিরাট-অনুষ্কাকে জুড়ে বিরুষ্কা করে দিয়েছেন। ১১ ডিসেম্বর সন্ধেবেলা অনুষ্কা শর্মা মিসেস কোহলি হয়ে গেলেন। বিরুষ্কার বিয়ের খবর প্রকাশ হতেই শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সচিন তেন্ডুলকর থেকে শোয়েব আখতার, শিখর ধাওয়ান থেকে শাহিদ আফ্রিদি প্রত্যেকেই টুইট করে নতুন দম্পতিকে নতুন জীবনের শুভেচ্ছা জানালেন।