মহেন্দ্র সিং ধোনির পর এবার রিয়েল এস্টেট বিতর্কে সচিন তেন্ডুলকর!
মহেন্দ্র সিং ধোনির পর এবার রিয়েল এস্টেট বিতর্কে সচিন তেন্ডুলকর। ধোনি এই বিতর্কে ওই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর পদ ছেড়েছিলেন। কিন্তু সচিন পড়তে হল অন্য বিড়ম্বনায়। রিয়েল এস্টেটের ধোকাবাজিতে ঠকে সচিন তেন্ডুলকরের বান্দ্রার বাড়ির সামনে অনশনে বসার হুমকি দিলেন পুণের একটি ল্যাবের টেকনিসিয়ান সন্দীপ খুরহাদে। তার আশা সচিনের কাছ থেকে তিনি ন্যায়বিচার পাবেন। সন্দীপের আদর্শ ক্রিকেটার সচিন তেন্ডুলকর ছিলেন ওই রিয়েল এস্টেটের প্রাক্তন ব্র্যান্ড অ্যাম্বাসাডর। পুণের এই টেকনিসিয়ানের অভিযোগ বুদ্রুকে তাদের কাছ থেকে জমি নিয়েছিল অমিত এন্টারপ্রাইজ নামে রিয়েল এস্টেট কোম্পানি। সেই জমির দাম ছিল দু কোটি টাকা। অথচ সন্দীপের পরিবার পেয়েছে মাত্র কুড়ি লক্ষ টাকা। তাই সচিনের বাড়ির সামনে তিনি অনশনে বসেছেন। সন্দীপের আশা সচিন সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এবারও অন্যথা হবে না। তিনি সঠিক বিচার পাবেন।
ওয়েব ডেস্ক: মহেন্দ্র সিং ধোনির পর এবার রিয়েল এস্টেট বিতর্কে সচিন তেন্ডুলকর। ধোনি এই বিতর্কে ওই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর পদ ছেড়েছিলেন। কিন্তু সচিন পড়তে হল অন্য বিড়ম্বনায়। রিয়েল এস্টেটের ধোকাবাজিতে ঠকে সচিন তেন্ডুলকরের বান্দ্রার বাড়ির সামনে অনশনে বসার হুমকি দিলেন পুণের একটি ল্যাবের টেকনিসিয়ান সন্দীপ খুরহাদে। তার আশা সচিনের কাছ থেকে তিনি ন্যায়বিচার পাবেন। সন্দীপের আদর্শ ক্রিকেটার সচিন তেন্ডুলকর ছিলেন ওই রিয়েল এস্টেটের প্রাক্তন ব্র্যান্ড অ্যাম্বাসাডর। পুণের এই টেকনিসিয়ানের অভিযোগ বুদ্রুকে তাদের কাছ থেকে জমি নিয়েছিল অমিত এন্টারপ্রাইজ নামে রিয়েল এস্টেট কোম্পানি। সেই জমির দাম ছিল দু কোটি টাকা। অথচ সন্দীপের পরিবার পেয়েছে মাত্র কুড়ি লক্ষ টাকা। তাই সচিনের বাড়ির সামনে তিনি অনশনে বসেছেন। সন্দীপের আশা সচিন সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এবারও অন্যথা হবে না। তিনি সঠিক বিচার পাবেন।